অবশেষে দিনক্ষণ ঘোষণা করে দিল নয়াদিল্লি। আগামী মাসের ৪ এবং ৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (MEA) তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। ২৩তম ইন্দো-রাশিয়া সামিট উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে পুতিন ভারতে আসছেন।
সফরকালে পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ রাষ্ট্রপতি ভবনে তাঁর সম্মানে একটি ব্যাঙ্কোয়েটের আয়োজন করবেন।
পররাষ্ট্র মন্ত্রকের (MEA) বিবৃতিতে আরও জানানো হয়েছে, “আসন্ন এই রাষ্ট্রীয় সফরে ভারত ও রাশিয়ার নেতৃত্বের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা, ‘বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব’ জোরদার করার জন্য দৃষ্টিভঙ্গি নির্ধারণ এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলিতে মতামত বিনিময়ের সুযোগ করে দেবে।”
ভারত ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক এবং দৃঢ় সম্পর্ক বরাবরই গুরুত্বপূর্ণ। এই শীর্ষ সম্মেলনের মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।