কপিলের ‘কাপস ক্যাফে’ কেন বারবার নিশানায়? গ্রেফতার বন্ধু মন সিংহের কাছ থেকে উদ্ধার চিনা পিস্তল, উদ্দেশ্য খুঁজছে পুলিশ

কমেডিয়ান অভিনেতা কপিল শর্মার (Kapil Sharma)-র কানাডার ক্যাফে ‘কাপস ক্যাফে’ (Caps Cafe)-তে গত চার মাসে তিনবার গুলি চালানোর ঘটনায় দিল্লি পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম বন্ধু মন সিংহ (Bandhu Man Singh)। শেষবার, গত ১৬ অক্টোবর কাপস ক্যাফেতে গুলি চালানো হয় এবং সেই হামলার দায় স্বীকার করেছিল কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং।

গ্রেফতার ও তদন্ত

পুলিশ জানিয়েছে, বন্ধু মন সিংহকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, কানাডায় গোল্ডি ঢিঁলোর দলের একটি শাখা রয়েছে এবং সেই যোগাযোগ থেকেই কপিল শর্মার ক্যাফেতে হামলা চালানো হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে একটি চিনা পিস্তল উদ্ধার হয়েছে।

পুলিশ এখন বন্ধু মন সিংহকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে—কপিল শর্মার ক্যাফেতে কেন বারবার হামলা চালানো হচ্ছে এবং এর নেপথ্যে কী উদ্দেশ্য ছিল। এত নিরাপত্তার মধ্যেও মাত্র ৪ মাসে ৩ বার কীভাবে গুলি চলল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের উদ্দেশ্য

১৬ অক্টোবরের হামলার পর, একটি সশস্ত্র ব্যক্তির কপিল শর্মার ক্যাফে লক্ষ্য করে গুলি চালানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। পুলিশ জানিয়েছিল, ক্যাফে লক্ষ্য করে অন্তত হাফ ডজন গুলি চালানো হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

লরেন্স বিষ্ণোই গ্যাং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হামলার দায় স্বীকার করে বলেছিল, এই ঘটনাটি সাধারণ মানুষকে ভয় পাওয়ানোর জন্য ঘটানো হয়েছে, যাতে তারা ক্যাফে থেকে দূরে থাকেন। পাশাপাশি, যাঁরা বেআইনি কাজের সঙ্গে যুক্ত, সেই সমস্ত মানুষদেরও তারা হুঁশিয়ারি দিয়েছিল যে ‘বুলেট যে কোনো দিক থেকে আসতে পারে’।

এর আগে, গত ৮ আগস্ট কপিল শর্মার ক্যাফেতে হামলা হয়েছিল, সেই সময় অন্তত ২৫ রাউন্ড গুলি চালানো হয়েছিল। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করছে দিল্লি পুলিশ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy