অপারেশন সিঁদুর’-এর সময় ভারতের ড্রোন ডিভিশন পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে সফল হামলা চালিয়েছিল, যেখানে পাকিস্তানের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম কার্যত ব্যর্থ হয়। যদিও এর আগে যখন পাকিস্তান তাদের চিনা ড্রোন নিয়ে ভারতে আক্রমণের চেষ্টা করেছিল, তখন সেগুলির বেশিরভাগকেই মাঝ-আকাশে সফলভাবে ঠেকিয়ে দিয়েছিল ভারতের DRDO-র তৈরি ‘আকাশ’ এয়ার ডিফেন্স সিস্টেম।
তবে এবার সেনাবাহিনী নিজেদের হাতে এক নতুন এবং চূড়ান্ত আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা পেতে চলেছে। একে ঠিক ‘অস্ত্র’ না বলে এয়ার ডিফেন্স সিস্টেম বলাই ভালো। এটিকে অনেকটা কিংবদন্তী প্রফেসর শঙ্কুর ‘অ্যানাহিলিন’ বন্দুকের মতো বলে উল্লেখ করা হচ্ছে, যা আকাশপথে আসা যেকোনো আক্রমণকে মুহূর্তেই নিশ্চিহ্ন করে দিতে সক্ষম।
সেনাবাহিনী মোট ১৬টি লেজার নির্ভর হাতিয়ার নিয়ে একটি বিশেষ অ্যান্টি-ড্রোন স্কোয়াড তৈরি করছে। এই স্কোয়াডের নাম দেওয়া হয়েছে ‘বরুণ’। এই লেজার-ভিত্তিক প্রযুক্তি নিশ্চিত করবে যে শত্রু দেশ থেকে আসা যেকোনো ড্রোন বা ইউএভি (Unmanned Aerial Vehicle) ভারতের আকাশসীমায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তা ধ্বংস হয়ে যাবে। সব মিলিয়ে, এই নতুন প্রযুক্তি ভারতীয় সেনাবাহিনীর প্রতিরক্ষাব্যবস্থাকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে চলেছে।