যুদ্ধজয়ের সেই ইতিহাস! ফারহান আখতারের ‘একশো বিশ বাহাদুর’-কে করমুক্ত ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত

যুদ্ধের পটভূমিকায় নির্মিত অভিনেতা ফারহান আখতার অভিনীত বহুচর্চিত সিনেমা ‘একশো বিশ বাহাদুর’-কে করমুক্ত ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। ছবির পটভূমিকায় রয়েছে ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধে কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির ১২০ জন সেনার দুঃসাহসিক যুদ্ধ এবং আত্মত্যাগের মর্মন্তুদ ও সাফল্যের কাহিনি।

বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এক্স (পূর্বে টুইটার) বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ২৮ নভেম্বর থেকে এই সিনেমাটি দিল্লিতে করমুক্ত টিকিটে দেখা যাবে।

মুখ্যমন্ত্রীর কথায়, এই সিদ্ধান্ত ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধে রেজাং লা গিরিপথে ১৩ কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির ১২০ জন সেনা ও অফিসারের অসাধারণ নৈপুণ্য, নেতৃত্ব এবং বলিদানের প্রতি রাজ্য সরকারের শ্রদ্ধা প্রদর্শন।

টিকিটের নতুন দাম:

করমুক্ত হওয়ার ফলে দিল্লিতে এই সিনেমার টিকিটের দাম (পিভিআর মোবাইল অ্যাপ অনুযায়ী) প্রায় ৬২.৫৪ টাকা কমবে। মূল টিকিটের প্রাইম রোয়ের দাম ছিল ৪১০ টাকা, এখন তা হবে ৩৪৭.৪৬ টাকা। অর্থাৎ, সিনেমাটির উপর থেকে ১৮ শতাংশ জিএসটি বাদ পড়তে চলেছে।

সিনেমাটি গত সাতদিনে ভারতের বাজারে প্রায় ১৫ কোটি টাকা আয় করেছে। ছবির কেন্দ্রীয় চরিত্রটি হলো মেজর শয়তান সিং ভাটির (ফারহান আখতার অভিনীত) অনন্য সাধারণ নেতৃত্ব, যুদ্ধ কৌশল ও বীর বলিদানের কাহিনি। ছবিতে দেখানো হয়েছে, কীভাবে ৩০০০ চিনা সেনার সঙ্গে অসম যুদ্ধ করে দেশরক্ষা করেছিলেন এই ১২০ জন সেনা। ছবিটি পরিচালনা করেছেন রজনীশ ‘রাজি’ ঘাই এবং প্রযোজনা করেছে ফারহানের এক্সেল এন্টারটেইনমেন্ট।

এর আগে অভিনেতা ফারহান খান আশা প্রকাশ করেছিলেন যে, এই ছবিটিকে করমুক্ত করা হবে যাতে আরও বেশি মানুষ জওয়ানদের লড়াই ও বলিদানের ইতিহাস জানতে পারেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও ছবিটির প্রশংসা করে একে ‘ভাল বার্তাবাহী ভাল ছবি’ বলে অভিহিত করেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy