ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানাতেই ‘বিস্ফোরক’ ব্রাত্য! ‘শোলে’-র ‘হি-ম্যান’ ও ‘উই-ম্যান’ তত্ত্ব নিয়ে শিক্ষামন্ত্রীর নতুন বিতর্ক

বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র দীর্ঘ অসুস্থতার পর সোমবার প্রয়াত হয়েছেন। কিংবদন্তি অভিনেতার প্রয়াণে গোটা বলিউড জুড়ে মন খারাপের আবহ তৈরি হয়েছে। এই আবহে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসুও ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়েছেন, তবে তাঁর শ্রদ্ধাজ্ঞাপন রীতিমতো নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এদিন ধর্মেন্দ্রকে নিয়ে নিজের সমাজমাধ্যমে একটি লেখা লেখার কথা জানানোর পাশাপাশি ব্রাত্য বসু ‘শোলে’ ছবিতে ধর্মেন্দ্রর চরিত্রটিকে নিয়ে একটি নতুন তত্ত্ব তুলে ধরেছেন।

শিক্ষামন্ত্রীর কথায়, “শোলেতে ধর্মেন্দ্র ও অমিতাভের বন্ধুত্ব নিয়ে আমার একটা তত্ত্ব রয়েছে। ধর্মেন্দ্র হিম্যান, তা হলে অমিতাভ কি উম্যান? দু’জনেই দু’জনের বিয়ে নিয়ে ভাঙচি দিচ্ছেন।”

ব্রাত্য বসুর এই মন্তব্য দ্রুত জল্পনা সৃষ্টি করেছে। ‘শোলে’ ছবিতে দুই বন্ধুর আইকনিক বন্ধুত্বকে তিনি যেভাবে ‘হি-ম্যান’ এবং ‘উ-ম্যান’-এর তত্ত্বে ভাগ করে তাদের পারস্পরিক সম্পর্ক—বিশেষত বিয়ে নিয়ে মজার কাণ্ডগুলিকে—ব্যাখ্যা করেছেন, তা চলচ্চিত্র সমালোচকদের মধ্যেও নতুন আলোচনার সূত্রপাত ঘটাতে পারে। ধর্মেন্দ্রর প্রয়াণের আবহে তাঁর এই ‘বিস্ফোরক’ মন্তব্য নিয়ে এখন বলিউডের অন্দরে চলছে জোর চর্চা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy