দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেলেগাছি পোল এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির। মৃতদের নাম কৌশিক মিস্ত্রি (২৫) এবং রেশমি সাউ (২৬)। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী এবং তাঁদের বাড়ি বারুইপুরের বেলেগাছি এলাকায়।
সোমবার সকাল ৬টা নাগাদ স্থানীয় লোকজন বেলেগাছি পোল এলাকায় রাস্তার পাশে একটি দুর্ঘটনাগ্রস্ত বাইক সহ দু’জনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, বেপরোয়া গতিতে আসা কোনও বড় গাড়ি বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়, যার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার সবথেকে রহস্যজনক দিকটি হলো—মৃত স্বামী-স্ত্রী দু’জনের মাথাতেই হেলমেট ছিল। হেলমেট পরা সত্ত্বেও কীভাবে এমন মর্মান্তিক পরিণতি হলো, তা এখনও পরিষ্কার নয়। এই বিষয়টি ঘিরেই তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
পরিবারের সদস্যদের কাছে এই খবর পৌঁছতেই তাঁরা কান্নায় ভেঙে পড়েন। হাসপাতাল চত্বরে কান্নার রোল ওঠে। এক পরিজন জানান, সকালে থানা থেকে ফোন করে দুর্ঘটনার খবর দেওয়া হয়। তাঁরা প্রশ্ন তুলেছেন, “দু’জনে বাড়ি থেকে বেরিয়েছিল এবং দু’জনের মাথাতেই হেলমেট ছিল। তাও কীভাবে এই দুর্ঘটনা ঘটল?” এই ঘটনায় গোটা বারুইপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।