বহু বাধা পেরিয়ে আজ অবশেষে মুক্তি পেল জয়ব্রত দাসের ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’! আবেগে ভাসলেন পরিচালক

অনেক জলঘোলা এবং অনিশ্চয়তার পর অবশেষে সাড়ম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেল জয়ব্রত দাস (Jayabrata Das) পরিচালিত বাংলা ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই মুক্তির খবর জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক জয়ব্রত দাস এবং ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা।

মুক্তি নিয়ে জটিলতা ও স্বস্তি

জানা যায়, শুরুর দিকে এই ছবির মুক্তি নিয়ে ফেডারেশনের সঙ্গে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। তবে পরে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এই ছবির মুক্তির ব্যাপারে বিশেষভাবে গাইড করেন। প্রযোজকের সঙ্গে সংক্রান্ত বকেয়া টাকা মেটানো হলে ছবিটি মুক্তির ক্ষেত্রে আর কোনো জটিলতা থাকেনি।

পরিচালক জয়ব্রত দাস বলেন, “আমি এবং আমাদের টিম প্রথমে ভেঙে পড়েছিলাম। তবে, ফাইনালি রিলিজ করছে ছবিটা। শতদীপ দা অনেক চেষ্টা করেছেন হলের জন্য।” যদিও তারা প্রাইম টাইম শো পাননি, তাতেও পরিচালকের কোনো আফসোস নেই।

পরিচালক বলেন, “এটা ঠিক আমরা যে কয়েকটি জায়গায় ছবিটা দেখাতে পারব সেগুলির বেশিরভাগই প্রাইম টাইমে নয়। তাতেও আমাদের আফসোস নেই। কেননা আমরা শুধু ছবিটাকে সিনেমা হলে দেখাতে চেয়েছিলাম, তা সে যে সময়েই হোক। সেটা হচ্ছে তাতেই আমরা খুশি।”

বন্ধুদের নিয়ে ছবি তৈরি, এল নতুন প্রযোজক

জয়ব্রত দাস জানান, তাঁরা বন্ধুরা মিলেই প্রথমে ছবিটি বানাতে শুরু করেন। তবে ফান্ড ফুরিয়ে যাওয়ায় প্রযোজকের খোঁজ শুরু হয়। ট্রেলার দেখিয়ে যখন অনেককে বোঝাতে যান, তখন অনেকেই নাকি বলেন, “এরকম ছবি বাংলায় হয় না।”

পরে প্রতীক চক্রবর্তী এবং ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা এগিয়ে আসেন। সেখানেও মুক্তি নিয়ে সমস্যা তৈরি হয়। পরিচালক জানান, প্রতীক চক্রবর্তী তাঁর অন্যান্য ছবির বকেয়া টাকা মেটানোর পর ছবির মুক্তি নিয়ে আর কোনো সমস্যা হয়নি।

ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা বলেন, “আমি সিনেমার স্বার্থে এই ছবিটা রিলিজ করতে চেয়েছি। এর আগেও আমি এরকম স্বাধীন ছবি রিলিজ করিয়েছি। চেয়েছিলাম এটাও করি। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস আমাদের গাইড করেছেন। যতটা আশা করেছিলাম তার থেকে বেশি হল পেয়েছি আমরা। আরও মানুষের কাছে পৌঁছে দিতে চাই ছবিটাকে।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy