সঙ্গীত জগতে আকাশছোঁয়া জনপ্রিয়তার পাশাপাশি এবার সেবার নজির গড়ে বিশ্ব রেকর্ড গড়লেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পালক মুচ্ছল। তিনি মূলত দুঃস্থ শিশুদের হার্ট সার্জারির জন্য অর্থ সাহায্য করে থাকেন এবং এই বিশাল কর্মকাণ্ডের জন্য তাঁর নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ও লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।
জানা গিয়েছে, পালক তাঁর দাদা পলাশের নামে প্রতিষ্ঠিত ‘পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’-এর মাধ্যমে দেশের প্রায় ৩ হাজার শিশুসহ বিশ্বজুড়ে মোট ৩৮০০-রও বেশি শিশুর হার্ট সার্জারির জন্য বিনামূল্যে আর্থিক সহায়তা করেছেন। এই বিশাল সংখ্যার জন্যই ইতিহাসের পাতায় নাম লেখালেন এই গায়িকা।
মাত্র ৭ বছর বয়স থেকেই তাঁর সমাজসেবার শুরু। কার্গিল যোদ্ধাদের সাহায্য করার জন্য তিনি পথে নেমে গান গেয়ে ২৫ হাজার টাকা সংগ্রহ করেছিলেন। পরবর্তীকালে এক স্কুল পড়ুয়ার হার্ট সার্জারির জন্য ৫১ হাজার টাকা দান করার পর থেকেই তিনি শিশুদের হার্ট সংক্রান্ত জটিল রোগে সহায়তা করার জন্য নিজের ফাউন্ডেশন তৈরির পরিকল্পনা করেন।
তাঁর এই নীরব সমাজসেবা বহু বছর ধরেই চলছে। পালক মুচ্ছল জানান, অনেক দুঃস্থ শিশুর পরিবার জটিল হার্টের রোগের চিকিৎসা করাতে না পারায় তাদের অকালমৃত্যু ঘটে। এই পরিস্থিতি বদলাতেই তিনি তাঁর উপার্জনের একটি বড় অংশ শিশুদের স্বাস্থ্য, বিশেষত হার্ট সার্জারিতে ব্যয় করেন। তাঁর কণ্ঠের জাদুতে যেমন কোটি মানুষের মন জয় হয়েছে, তেমনই মানবসেবার এই নজির তাঁকে বিশ্ব মঞ্চে এক কিংবদন্তি সমাজসেবীর সম্মান এনে দিল।