বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্র সম্পর্কে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় চলচ্চিত্র জগতে চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে, এই মিথ্যা খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তাঁর কন্যা অভিনেত্রী এশা দেওল। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে জনসাধারণকে ভিত্তিহীন খবর না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
জানা গিয়েছে, অভিনেতা বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। যদিও বর্তমানে তিনি ভালো আছেন।
৪৫০ কোটি টাকার সাম্রাজ্য:
নিজের কঠোর পরিশ্রম এবং প্রতিভার মাধ্যমে বলিউডে নিজের স্থান তৈরি করা ধর্মেন্দ্র তাঁর সম্পত্তির কারণেও আলোচনার কেন্দ্রে থাকেন। রিপোর্ট অনুসারে, অভিনেতা প্রায় ৪৫০ কোটি টাকার মোট সম্পদের মালিক। বহু সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও তিনি মুম্বইয়ের কাছাকাছি তাঁর ফার্মহাউসে সময় কাটাতে ভালোবাসেন।
ফার্মহাউসে থাকার রহস্য ফাঁস করলেন ববি দেওল:
ধর্মেন্দ্র প্রায়শই তাঁর ফার্মহাউস থেকে ভিডিও এবং ছবি পোস্ট করেন। তবে, কেন তিনি ফার্মহাউসে থাকতে ভালোবাসেন? ছেলে ববি দেওল সম্প্রতি এক সাক্ষাৎকারে এই রহস্য ফাঁস করেছেন। ববি জানান, মানুষ ভুল করে ভাবে তাঁর বাবা একা থাকেন। কিন্তু বাস্তবে তাঁর মা অর্থাৎ ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌরও তাঁর সঙ্গেই খান্ডালার ফার্মহাউসে থাকেন। ববি বলেন, “আমার মা এবং বাবা একসঙ্গে ফার্মহাউসে থাকেন। তাঁরা এখন বৃদ্ধ, এবং সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন।”
ধর্মেন্দ্রের ব্যক্তিগত জীবন:
ধর্মেন্দ্র দুবার বিয়ে করেছেন। ১৯৫৪ সালে তিনি প্রথম বিয়ে করেন প্রকাশ কৌরকে, যাঁদের চার সন্তান—সানি দেওল, ববি দেওল, অজিতা এবং বিজেতা। প্রকাশ কৌরকে আইনিভাবে ডিভোর্স না দিয়েই ধর্মেন্দ্র ১৯৮০ সালে অভিনেত্রী হেমা মালিনীকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই বিবাহ থেকে তাঁদের দুই কন্যা—এশা দেওল এবং অহনা দেওল।