আগের চেয়েও বড় চ্যালেঞ্জ! ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন 3’-এর ট্রেলার রিলিজ, কবে আসছে মনোজ বাজপেয়ীর সিরিজ?

এতদিন যার ভয়ে শত্রুপক্ষ লুকিয়ে থাকত, এবার তাঁকেই পরিবার নিয়ে পালাতে হচ্ছে। কারণ শ্রীকান্ত তিওয়ারি এখন দেশের ‘মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল’-এর তালিকায়! নেপথ্যে কাজ করছে কোন চক্রান্ত? উত্তর দেবে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’। শুক্রবার মুম্বইতে অ্যামাজন প্রাইম ভিডিয়োর এক অনুষ্ঠানে সিরিজের অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে।

ট্রেলারে শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে আরও একবার নজরকাড়া ভূমিকায় দেখা গেল মনোজ বাজপেয়ীকে। ট্রেলারটি শুরু হয় শ্রীকান্তের মাধ্যমে তাঁর পরিবারের কাছে নিজেকে একজন গোয়েন্দা হিসেবে প্রকাশের মধ্য দিয়ে। কিন্তু মুহূর্তের মধ্যেই তাঁকে মোস্ট ওয়ান্টেড অপরাধী ঘোষণা করা হয় এবং তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ফলে এবার শ্রীকান্তকে তাঁর পরিবারকে নিয়ে গা ঢাকা দিতে হয়।

যখন শ্রীকান্ত তার পরিবারের সঙ্গে পালানোর চেষ্টা করেন, তখন তাঁর পুরোনো বন্ধু জে কে (শরীব হাশমি) তাঁকে সাহায্য করেন। এর মধ্যেই শ্রীকান্তের মাথায় ঘুরতে থাকে কে তাঁকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। ঠিক সেই সময়ে সিরিজে নিমরত কৌর এবং জয়দীপ আহলাওয়াতের এন্ট্রি হয়। নতুন প্রতিপক্ষ রুকমার (জয়দীপ আহলাওয়াত) মুখোমুখি হতে হবে শ্রীকান্তকে।

অ্যামাজন প্রাইম ভিডিয়োর প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, এই সিজনে চ্যালেঞ্জ এবং বিপদ আগের চেয়েও বেশি। শ্রীকান্ত তিওয়ারিকে তার নিজের সীমানা পেরিয়ে অন্য জগতে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। দেশ এবং বিদেশের উভয় দিক থেকেই হুমকি এবং শত্রুদের মুখোমুখি হতে হবে তাঁকে। শরীব হাশমি, প্রিয়মণি, অশ্বেশা ঠাকুর, বেদান্ত সিনহা, শ্রেয়া ধন্বন্তরী এবং গুল পানাগ এই সিজনেও ফিরে আসছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’ ২১ নভেম্বর, ২০২৫ তারিখে অ্যামাজন প্রাইমে প্রিমিয়ার হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy