হৃদরোগে থেমে গেল জীবন! কিংবদন্তি কিশোর কুমার ও সঞ্জীব কুমারের নায়িকা সুলক্ষণা পণ্ডিতের প্রয়াণ

এক শোকের ছায়া নেমে এল বিনোদন জগতে। ৭২ বছর বয়সে প্রয়াত হলেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত। বৃহস্পতিবার (৬ নভেম্বর, ২০২৫) মুম্বইয়ের নানাবতী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে সঙ্গীত ও সিনেমা মহলে গভীর শোকের আবহ।

১৯৭৫ সালে অভিনেতা সঞ্জীব কাপুরের বিপরীতে ‘উলঝন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ব্রেক পেয়েছিলেন সুলক্ষণা। এর আগে, ১৯৭১ সালে কিংবদন্তি কিশোর কুমারের সঙ্গে ‘দূর কা রাহী’ ছবিতে প্রথম গান গেয়েছিলেন তিনি। বিনোদ খান্না, ঋষি কাপুর, রাজেশ খান্না, জীতেন্দ্র, শশী কাপুর, শত্রুঘ্ন সিনহার মতো বি-টাউনের প্রথম সারির তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এই সুন্দরী অভিনেত্রী। শুধু অভিনয় নয়, গান ও সুরের জগতেও তিনি সমানভাবে সফল ছিলেন। তিনি প্রখ্যাত সঙ্গীত রচয়িতা যতীন-ললিত এবং অভিনেত্রী বিজয়তা পণ্ডিতের বোন।

একনজরে শিল্পীর বর্ণময় জীবন

১৯৫৪ সালে হরিয়ানার হিসার (বর্তমানে ফতেহাবাদ)-এর পিলিমান্দোরি গ্রামে এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্ম তাঁর। বিখ্যাত ধ্রুপদী কণ্ঠশিল্পী পণ্ডিত জসরাজ ছিলেন তাঁর কাকা। অত্যন্ত কম বয়সে, মাত্র নয় বছর বয়সে তিনি গান গাওয়া শুরু করেন। তাঁর বাবা প্রতাপ নারায়ণ পণ্ডিতও ছিলেন একজন দক্ষ ধ্রুপদী কণ্ঠশিল্পী।

১৯৭১ সালে ‘দূর কা রাহী’ সিনেমার জন্য কিশোর কুমারের সঙ্গে তাঁর গাওয়া গান, ‘বেকারার এ দিল তু গায়ে যা’ তাঁকে পরিচিতি দেয়। এরপর ‘চলতে চলতে’, ‘উলঝন’, ‘সংকল্প’ ও ‘শঙ্কর বাবু’-র মতো ছবিতে বাপ্পি লাহিড়ী, শৈলেন্দ্র সিংদের সঙ্গে গান গেয়ে খ্যাতি অর্জন করেন।

অভিনয়ের ক্ষেত্রেও তাঁর কেরিয়ার ছিল উজ্জ্বল। ‘উলঝন’-এর পর একই বছর ঋষি কাপুরের বিপরীতে ‘রাজা’ ছবিতে তাঁকে দেখা যায়। এরপর ‘সঙ্কোচ’, ‘হেরা ফেরি’, ‘খান্দান’, ‘ধর্ম কান্ত’, ‘রাজ’, ‘অমর শক্তি’ এবং ‘দো ওয়াক্ত কি রোটি’-র মতো একাধিক হিট ছবিতে তিনি কাজ করেছেন।

উত্তম কুমারের নায়িকা

মহানায়ক উত্তম কুমারের হিন্দি সিনেমা ‘বন্দী’ (১৯৭৮)-তে দ্বৈত চরিত্রে অভিনয় করা উত্তম কুমারের বিপরীতে নায়িকা ছিলেন সুলক্ষণা পণ্ডিত। এই সিনেমাটি বাংলা ও হিন্দি – দুই ভাষাতেই মুক্তি পেয়েছিল।

অসম্পূর্ণ প্রেম কাহিনি

জানা যায়, তিনি অভিনেতা সঞ্জীব কাপুরকে মন থেকে ভালোবেসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সঞ্জীব কাপুর সেই প্রস্তাবে রাজি না হওয়ায় সুলক্ষণা পণ্ডিত চিরকাল অবিবাহিত থাকার সিদ্ধান্ত নেন। সিনেমা জগতে নাম, যশ, খ্যাতি পেলেও তাঁর ব্যক্তিগত জীবনে ভালোবাসার সেই গল্প অসম্পূর্ণই রয়ে যায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy