১৯৯৭ সালের আইকনিক যুদ্ধচিত্র ‘বর্ডার’-এর প্রত্যাশিত সিক্যুয়েল ‘বর্ডার ২’ ঘিরে দর্শক-উত্তেজনা এখন তুঙ্গে। সানি দেওলের প্রথম পোস্টার প্রকাশের পর এবার নির্মাতারা উন্মোচন করলেন অভিনেতা বরুণ ধাওয়ানের বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক পোস্টার। দেশের সবচেয়ে বড় যুদ্ধের উপাখ্যানের এই সিক্যুয়েলে বরুণ যেন এক নতুন প্রজন্মের সৈনিকের প্রতীক।
টি-সিরিজ ও জে.পি. ফিল্মস প্রযোজিত এই নতুন পোস্টারে বরুণ ধাওয়ানকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক রূপে। যুদ্ধক্ষেত্রের ধোঁয়ার মধ্যে হাতে বন্দুক, চোখে দৃঢ়তা এবং মুখে এক অদম্য সৈনিকের অভিব্যক্তি নিয়ে দাঁড়িয়ে তিনি। বরুণের এই ‘যোদ্ধা’ লুক দেশপ্রেম, আত্মত্যাগ এবং সাহসের এক নতুন উপমা তুলে ধরেছে। এই পোস্টার যেন ইঙ্গিত দিচ্ছে যে, ছবিটি শুধুমাত্র শত্রুর বিরুদ্ধে যুদ্ধের গল্প বলবে না, বরং তুলে ধরবে এক সেনার ভেতরের অদম্য শক্তি ও সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি।
এই পোস্টার বরুণ ধাওয়ানের ফিল্মোগ্রাফিতে এক নতুন মোড় আনল, যেখানে তরুণ প্রজন্মের সাহস এবং ভ্রাতৃত্বের উত্তরাধিকার পৌঁছে যাচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে।
অনুরাগ সিং পরিচালিত এই ছবিতে বরুণ ধাওয়ান ছাড়াও অভিনয় করছেন সানি দেওল, দিলজিত দোসাঞ্জ, আহান শেট্টি, মেধা রাণা, মোনা সিং ও সোনম বাজওয়া। গুলশন কুমার ও টি-সিরিজ-এর উপস্থাপনায়, এবং ভূষণ কুমার, কৃষণ কুমার, জে.পি. দত্ত ও নিধি দত্ত-এর প্রযোজনায় ‘বর্ডার ২’ মুক্তি পাচ্ছে আগামী ২৩ জানুয়ারি ২০২৬—প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে। এই ছবি ২০২৬ সালের অন্যতম বৃহত্তম সিনেম্যাটিক অভিজ্ঞতা হতে চলেছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।