বলিউড সুপারস্টার সলমন খান ফের আইনি জটিলতার মুখে। একটি জনপ্রিয় পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে রাজস্থানের কোটা জেলা ভোক্তা আদালত নোটিস জারি করেছে। অভিযোগ উঠেছে, অভিনেতা যে ব্র্যান্ডটির মুখ, তার বিজ্ঞাপন সাধারণ ভোক্তাকে বিভ্রান্ত করছে এবং যুবসমাজের মধ্যে তামাকজাত পণ্যের মতো ক্ষতিকর অভ্যাসকে উৎসাহিত করছে।
এই অভিযোগ দায়ের করেছেন রাজস্থান হাইকোর্টের সিনিয়র আইনজীবী ও বিজেপি নেতা ইন্দর মোহন সিং হানি। তাঁর অভিযোগের মূল বিষয় হলো, রাজশ্রী পান মশলা সংস্থা এবং তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সলমন খান যৌথভাবে এমন একটি প্রচার চালাচ্ছেন, যেখানে পণ্যটিকে “কেশর মেশানো এলাচ” বা “কেশরযুক্ত পান মশলা” বলে দাবি করা হচ্ছে।
অভিযোগকারী হানির যুক্তি, যেখানে এক কিলোগ্রাম কেশরের দাম প্রায় ৪ লক্ষ টাকা, সেখানে মাত্র ৫ টাকার একটি পণ্যে কেশর থাকার দাবি করাটা সম্পূর্ণ অবাস্তব ও প্রতারণামূলক। তিনি আরও বলেন, এই ধরনের বিজ্ঞাপন কেবল মিথ্যা প্রচারই নয়, এটি যুবসমাজকে সরাসরি পান মশলা সেবনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, যা মুখগহ্বরের ক্যানসারের অন্যতম প্রধান কারণ।
সংবাদসংস্থা ANI-কে হানি বলেন, সলমন খান দেশের অসংখ্য তরুণের কাছে একজন রোল মডেল। তাঁর মতো একজন তারকা যখন এমন ক্ষতিকর পণ্যের প্রচার করেন, তখন তা সামাজিকভাবে অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। তিনি আক্ষেপ করে বলেন, যেখানে বিদেশে অভিনেতারা সাধারণ ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনেও অনিচ্ছুক থাকেন, সেখানে ভারতের তারকারা নেশাসৃষ্টিকারী প্যান মশলার মতো জিনিসের বিজ্ঞাপন করছেন।
অভিযোগের ভিত্তিতে কোটা ভোক্তা আদালত সলমন খান এবং সংশ্লিষ্ট পান মশলা সংস্থার কাছে বিস্তারিত জবাব চেয়ে নোটিস জারি করেছে। আদালতের পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ২৭ নভেম্বর। উল্লেখ্য, সলমন খান সরাসরি রাজশ্রী সংস্থার ‘রাজশ্রী এলাচি’র বিজ্ঞাপনে মুখ হলেও, এই একই সংস্থার মূল ‘প্যান মশলা’র বিজ্ঞাপনে তিনি অংশ নেননি। তবে একই কোম্পানির প্রচার করায় বিতর্ক থামছে না।