SIR আতঙ্কে বিষপান! ভোটার তালিকায় নামের সামান্য ভুল দেখেই চরম সিদ্ধান্ত, চাঞ্চল্য জিতপুরে

রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়া নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, ঠিক তখনই কোচবিহারের জিতপুরে এক মর্মান্তিক ঘটনা ঘটল। ভোটার তালিকায় নামের সামান্য অমিল নিয়ে আতঙ্কে পড়ে বিষপান করলেন খাইরুল সেখ (Khairul Sheikh) নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি কোচবিহার এম. জে. এন. মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে চিকিৎসক সূত্রে খবর।

বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতপুর গ্রামের বাসিন্দা খাইরুল সেখ (৪৫) সম্প্রতি স্পেশাল সামারি রিভিশন (SIR)-এর নোটিশ হাতে পান। নথি যাচাই করতে গিয়ে তিনি দেখেন, সরকারি তালিকায় তাঁর নাম লেখা হয়েছে ‘খইরুল শেখ’, যা তাঁর প্রকৃত নামের সঙ্গে মেলে না। এই নামের সামান্য ভুল দেখেই চরম আতঙ্কিত হয়ে পড়েন দিন আনা দিন খাওয়া এই মানুষটি।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, খাইরুল মনে করছিলেন যে নামের এই ভুলের কারণে তাঁকে বিদেশি নাগরিক হিসেবে সন্দেহ করা হতে পারে। দিন কয়েক ধরে তিনি মানসিকভাবে ভীষণ অস্থির ছিলেন এবং অবশেষে মঙ্গলবার সকালে বাড়িতেই বিষপান করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খাইরুলের ভাই বলেন, “ও বারবার বলছিল, ‘নামটা ভুল হয়ে গেছে, এখন যদি পুলিশ ধরে নিয়ে যায়!’ আমরা বলছিলাম, এটা শুধু তালিকা সংশোধনের ব্যাপার, কিন্তু ও বিশ্বাস করছিল না।” প্রতিবেশী মোহাম্মদ আলিম জানান, গ্রামে SIR নিয়ে ভুল ধারণা ছড়িয়ে পড়েছে, কেউ কেউ এটিকে নাগরিকত্ব যাচাইয়ের মতো কিছু মনে করছে।

এই ঘটনার খবর পেয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক হাসপাতালে খাইরুলের সঙ্গে দেখা করেন। তিনি অভিযোগ করেন, “এই আতঙ্ক রাজনৈতিক উদ্দেশ্যে সৃষ্টি করা হচ্ছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। SIR প্রক্রিয়া কেবল ভোটার তালিকার সংশোধন, এর সঙ্গে নাগরিকত্বের কোনও যোগ নেই।”

প্রশাসনিক সূত্র জানিয়েছে, জেলার বিভিন্ন গ্রামে সচেতনতা প্রচার চালানো হবে, যাতে SIR প্রক্রিয়া নিয়ে ভুল ধারণা দূর হয়। কর্মকর্তারা পরিষ্কার করে দিয়েছেন যে SIR মানে Special Summary Revision—এটি কেবল সাধারণ ভোটার তালিকা সংশোধন এবং আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এই ঘটনার পর বহু মানুষ নিজেদের নাম ও নথি যাচাই করতে শুরু করেছেন। এলাকার মানুষের দাবি, প্রশাসন যেন গ্রামে গ্রামে ক্যাম্প বসিয়ে এই প্রক্রিয়ার প্রকৃত উদ্দেশ্য ব্যাখ্যা করে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy