মুম্বইয়ের কাছে পানভেলে ছুটি কাটাতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন এক মহিলা। ফার্ম হাউজের বাথরুমে প্রবেশ করতেই তাঁর সন্দেহ হয়, আর সেই সন্দেহ যে সত্যি, তা কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। খোঁজাখুঁজি করে তিনি দেখতে পান, বাথরুমের ভিতরে গোপনে একটি ক্যামেরা লুকানো রয়েছে! এই ক্যামেরায় বাথরুমে আসা সমস্ত মহিলা অতিথির গোপনীয় মুহূর্ত রেকর্ড করা হচ্ছিল।
মহারাস্ট্রের পানভেলের তালোজা এলাকার ধনসাগর গ্রামের একটি খামার বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, যা সাধারণত অতিথিদের থাকার জন্য ভাড়া দেওয়া হত। এই জঘন্য কাজের অভিযোগে ফার্ম হাউজের মালিক মনোজ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশি তদন্তে নেমে অভিযুক্ত মালিকের মোবাইল ফোন থেকে বহু মহিলার গোপনে তোলা ভিডিও উদ্ধার করেছে। পুলিশের অভিযোগ, এই ক্যামেরা দিয়ে ভিডিও তোলার পর মালিক অসাধু উদ্দেশ্যে সেগুলিকে ছড়িয়েও দিয়েছিলেন। এই ঘটনায় ফার্ম হাউজের ম্যানেজারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে, কারণ তদন্তকারীদের ধারণা, তিনিও এই চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন।
পুলিশ জানিয়েছে, একটি পরিবার কিছুদিন ছুটি কাটানোর জন্য ওই ফার্ম হাউজটি ভাড়া নিয়েছিল। সেই পরিবারেরই এক মহিলা বাথরুমে লুকিয়ে রাখা ক্যামেরাটি আবিষ্কার করেন। বিষয়টি নজরে আসার পর তিনি সরাসরি ফার্ম হাউজের মালিকের কাছে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, মালিক তাঁর নিজের মোবাইল ফোনে সেই গোপন ভিডিওগুলি দেখছিলেন! সঙ্গে সঙ্গে পরিবারের বাকি সদস্যদের বিষয়টি জানানোর পর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ফার্ম হাউজের মালিক মনোজ চৌধুরীকে গ্রেফতার করে।