‘অমিতাভকে প্রণাম করায়’ ক্ষুব্ধ খলিস্তানপন্থী সংগঠন! দিলজিৎ দোসাঞ্জকে বয়কট ঘোষণা SFJ-এর, অস্ট্রেলিয়ার কনসার্ট বন্ধের হুমকি

জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোরপতি’ (KBC)-তে অংশ নিয়ে বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের পায়ে হাত দিয়ে প্রণাম করায় প্রখ্যাত পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে বয়কটের কথা ঘোষণা করল খলিস্তানপন্থী জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিস (SFJ)।

খলিস্তানি জঙ্গিরা দিলজিৎকে সরাসরি হুমকি দিয়ে আগামী ১ নভেম্বর অস্ট্রেলিয়ায় তাঁর নির্ধারিত অনুষ্ঠান বন্ধ রাখার কথা জানিয়েছে। বিদেশে ঘাঁটি গেড়ে থাকা খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনের নেতৃত্বাধীন এসএফজে (SFJ) এক বিবৃতিতে এই বয়কটের ডাক দিয়েছে।

SFJ-এর অভিযোগ ও বয়কটের কারণ
এসএফজে-এর দাবি, দিলজিৎ দোসাঞ্জ অমিতাভ বচ্চনকে প্রণাম করে সমগ্র শিখ জাতিকে অপমান করেছেন। এর নেপথ্যে রয়েছে ১৯৮৪ সালের ১ নভেম্বরের শিখ গণহত্যার (Sikh Massacre) বিতর্কিত ঘটনা।

অমিতাভ বচ্চনের বিরুদ্ধে অভিযোগ: এসএফজে-এর সাধারণ পরামর্শদাতা পান্নুন অভিযোগ করেছেন, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর অমিতাভ বচ্চন খোলাখুলি দেশের জনতাকে উসকানি দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সেই সময় ‘খুন কা বদলা খুন’ (Blood for Blood) স্লোগান ব্যবহার করেছিলেন। এই উসকানিতেই হত্যাকারী বাহিনী শিখদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশজুড়ে প্রায় ৩০,০০০ শিখ পুরুষ, মহিলা ও শিশুকে নিধন করা হয়েছিল।

দিলজিৎকে অপমানকারী আখ্যা: পান্নুন বিবৃতিতে বলেছেন, বচ্চনের প্রতি সম্মান দেখিয়ে দোসাঞ্জ সেদিনের প্রতিটি মৃত, বিধবা এবং অনাথ শিখ শিশুকে অপমান করেছেন। ১ নভেম্বর তারিখটি অকাল তখত সাহিব শিখ গণহত্যা স্মৃতিদিবস হিসেবে পালিত হয়, তাই ওই দিন কোনো বিনোদনমূলক শো করা চলবে না।

জাঠেদারের কাছে বিচার দাবি
জঙ্গি গোষ্ঠীর তরফে আরও দাবি করা হয়েছে, তারা ১ নভেম্বর কনসার্ট হলের বাইরে বিক্ষোভ দেখাবে। তারা অকাল তখতের জাঠেদার জ্ঞানী কুলদীপ সিং গজরাজের কাছে দিলজিৎ দোসাঞ্জকে তলব করে বিচারের আয়োজন করার আবেদন জানিয়েছে। আবেদনে বলা হয়েছে, শিখ গণহত্যার স্মৃতি নিয়ে কোনো ব্যবসা করা চলবে না।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীকে তাঁর দুই শিখ দেহরক্ষী হত্যা করার পর দিন, অর্থাৎ ১ নভেম্বর থেকে দিল্লি সহ গোটা দেশে হাজার হাজার শিখকে খুঁজে বের করে খুন করা হয়েছিল।

যদিও এ ব্যাপারে দিলজিৎ দোসাঞ্জের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। তিনি বর্তমানে তাঁর ওয়ার্ল্ড ট্যুরে ব্যস্ত রয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy