বর্ষীয়ান অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চন (Jaya Bachchan) যখনই কোনো মন্তব্য করেন, তা নিয়েই আলোচনা শুরু হয়। সম্প্রতি আমেদাবাদে অনুষ্ঠিত ৭০তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫ উইথ গুজরাট ট্যুরিজম (70th Hyundai Filmfare Awards 2025 With Gujarat Tourism) অনুষ্ঠানে তাঁর করা মন্তব্য ঘিরে ফের নতুন বিতর্ক তৈরি হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিতি বা ‘আইডেন্টিটি’ নিয়ে তিনি সরাসরি ‘বলিউড’ শব্দটির ব্যবহার বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।
বলিউড নয়, ‘হিন্দি-ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি’
এই বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সেরেমনি অনুষ্ঠানে জয়া বচ্চনকে ‘সিনে আইকন’ পুরস্কারে সম্মানিত করা হয়। অভিনেতা শাহরুখ খান ও পরিচালক করণ জোহর তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন। পুরস্কার হাতে নিয়েই মঞ্চে তিনি বলেন,
“এটা বলিউড নয় কিংবা হলিউড নয়। এখানে অনেক মানুষ উপস্থিত আছেন, অভিনেতা, শিল্পী, লেখক, পরিচালক এমনকী দর্শক। এখানে সকলকে একসঙ্গে বলিউডের অংশ বলা হচ্ছে। দয়া করে এটা করবেন না।”
জয়া বচ্চন, যিনি দীর্ঘ ৫৫ বছর ধরে বিনোদন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তিনি আরও বলেন, “এটা আসলে হিন্দি-ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। আর সেই ইন্ডাস্ট্রিকে সম্মান করুন। এই অনুরোধ সেই মানুষটা করছে যে দীর্ঘ ৫৫ বছর এই বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করছে।” এরপর তিনি পুরস্কার ও ভালোবাসার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
করণ জোহরের বিশেষ সম্বোধন
পুরস্কার প্রদানের সময় পরিচালক করণ জোহর মঞ্চে জয়াকে ‘আন্টি’ বলে সম্বোধন করেন। তার ব্যাখ্যা দিতে গিয়ে করণ বলেন, “আমরা দুঃখিত এই ধরনের বোকামি করার জন্য। কিন্তু জয়াজি আমার কাছে মায়ের মতো। ফলে আমার সেই অধিকার আছে জয়াজিকে আন্টি বলে ডাকার। তিনি আমাকে সেই ছোটবেলা থেকে চেনেন।”
করণ জানান, তিনি সৌভাগ্যবান যে জয়াকে ‘কভি খুশি কভি গম’ ও ‘কাল হো না হো’-এর মতো সিনেমায় পরিচালনা করার সুযোগ পেয়েছেন। করণের এই আবেগঘন মন্তব্যের পর হল হাততালিতে ভরে ওঠে।