উত্তম কুমারের গানের লাইনে অঙ্কুশের নতুন সিনেমা! সরস্বতী পুজোয় আসছে ‘নারী চরিত্র বেজায় জটিল’, কেন এই ছবির থিম?

কিংবদন্তি উত্তমকুমার অভিনীত শেষ ছবি ‘ওগো বধূ সুন্দরী’-র বিখ্যাত গান ‘নারী চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না, তাই ওদের নাম ললনা’— এবার সেই গানের লাইন থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে অভিনেতা অঙ্কুশ হাজরার নতুন সিনেমা। ছবিটির নাম রাখা হয়েছে ‘নারী চরিত্র বেজায় জটিল’, যা আগামী বছর সরস্বতী পুজোয় মুক্তির অপেক্ষায়।

অঙ্কুশের পাশে দাপুটে অভিনেত্রীরা

ছবিটির গল্প আবর্তিত হয়েছে ‘ঝন্টু’ (অঙ্কুশের চরিত্র) নামক এক চালাক-চতুর যুবককে ঘিরে, যে কিছুতেই তার আশপাশের নারীদের মন বুঝে উঠতে পারে না। নারীদের মন বোঝার এই ‘অসাধ্য সাধনের’ গল্পটিই মজার মোড়কে পর্দায় নিয়ে আসবে ছবিটি।

এই ছবিতে অঙ্কুশের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন ঐন্দ্রিলা সেন। অঙ্কুশের চারপাশে অন্যান্য গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন দাপুটে অভিনেত্রীরা: সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়।

‘ম্যান বনাম ঈশ্বর বনাম নারী’ থিম

কালীপুজো উপলক্ষে এই ছবির দ্বিতীয় লুক প্রকাশ করা হয়েছে। ছবিটি নিয়ে অঙ্কুশ হাজরা বলেন, “এটি ম্যান বনাম ঈশ্বর বনাম নারী থিমের ইঙ্গিত দেয়। দর্শক এই ছবিতে শক্তিশালী, মজার এবং কৌতুহলপূর্ণ মুহূর্তের স্বাদ পাবে। যেমন, মা কালীর অ্যাকশন—এটি পারিবারিক অ্যাকশনে অভিনয় করে একটি পূর্ণাঙ্গ নাটকীয়তা তৈরি করেছে।”

‘মির্জা’-র পর পারিবারিক গল্প

‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এবং অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট। ছবিটি পরিচালনা করেছেন বলিউড খ্যাত যমজ ভাই সুমিত-শাহিল। উল্লেখ্য, অঙ্কুশের প্রযোজনা সংস্থার প্রথম অ্যাকশন নির্ভর ছবি ‘মির্জা’-ও তাঁরাই পরিচালনা করেছিলেন। কিন্তু বম্বের থ্রিলার অ্যাকশন ঘরানার পর এবার একেবারে পারিবারিক গল্প নিয়ে আসছেন এই পরিচালক জুটি। ছবিটি ২০২৬ সালের সরস্বতী পুজোয় মুক্তি পাবে বলে জানা গেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy