দীপাবলির শুভেচ্ছা জানানোর কয়েক ঘণ্টা পরই প্রয়াত আসরানি! ৮৪ বছর বয়সে থামল কিংবদন্তি অভিনেতার পথচলা

আলোর উৎসবের আবহের মধ্যেই শোকের ছায়া নেমে এল ভারতীয় সিনেমা জগতে। সোমবার ৮৪ বছর বয়সে প্রয়াত হলেন বলিউডের প্রবীণ চরিত্রাভিনেতা গোবর্ধন আসরানি, যিনি শুধু আসরানি নামেই জনপ্রিয়। তাঁর মৃত্যুতে সিনে জগৎ এবং তাঁর অগণিত ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

আশ্চর্যজনকভাবে, মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে এই বর্ষীয়ান অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনুরাগীদের উদ্দেশ্যে দীপাবলির শুভেচ্ছা বার্তাও জানিয়েছিলেন।

অসুস্থতা ও শেষকৃত্য

আসরানির ম্যানেজার মি. থিবা সংবাদ মাধ্যমকে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেতা প্রায় দু’সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চার দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ম্যানেজার জানান, “সোমবার বিকেল ৩টা নাগাদ তাঁর মৃত্যু হয়।” একই দিন সন্ধ্যা ৮টায় মুম্বইয়ে ঘনিষ্ঠ পরিবার এবং পরিজনদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

অভিনেতার মৃত্যুর পর তাঁর পরিবার ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে লেখা হয়, “আমাদের প্রিয় আসরানি জি, যিনি সবার মুখে হাসি ফোটাতেন, আজ আর আমাদের মাঝে নেই। তাঁর প্রয়াণ হিন্দি সিনেমা এবং আমাদের হৃদয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজ চিরকাল আমাদের মনে থাকবে। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন। ওম শান্তি।”

থিয়েটার থেকে এফটিআইআই যাত্রা

১৯৪১ সালের ১ জানুয়ারি রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন আসরানি। পড়াশোনা শেষ করে তিনি অল ইন্ডিয়া রেডিওতে একজন ভয়েস আর্টিস্ট হিসাবে কাজ শুরু করেন। অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা থেকেই তিনি ললিতা কলাভাই ঠাক্করের কাছে নাট্য প্রশিক্ষণ নেন। ১৯৬২ সালে মুম্বই চলে আসার পর তিনি বিখ্যাত পরিচালক হৃষিকেশ মুখার্জির পরামর্শে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)-তে ভর্তি হন এবং ১৯৬৬ সালে সেখান থেকে স্নাতক হন।

দীর্ঘ অভিনয় জীবনে তাঁর অসাধারণ কমিক চরিত্রের জন্য আসরানি পরিচিত ছিলেন। কমেডি এবং চরিত্রাভিনয়ের এক কিংবদন্তি হয়ে তিনি চিরকাল দর্শকদের মনে বেঁচে থাকবেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy