‘ব্রহ্মাস্ত্র ২’-এর কাজে মন! রণবীর কাপুরের ডেট লক হলেও ‘ধুম ৪’-এর নতুন পরিচালক কে? গুঞ্জন বলিউডে

‘ব্রহ্মাস্ত্র’ (Brahmāstra) ছবির মারকাটারি সাফল্যের পর পরিচালক অয়ন মুখার্জি (Ayan Mukerji) যশরাজ ফিল্মসের (Yash Raj Films) ওয়ার ইউনিভার্স–এ হাত দিয়েছিলেন। কথা ছিল, তিনি ‘ওয়ার ২’ (War 2)-এর পাশাপাশি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ধুম ৪’ (Dhoom 4)-এরও পরিচালনার দায়িত্ব সামলাবেন। কিন্তু, শেষ পর্যন্ত ‘ধুম ৪’-এর পরিচালক পদ থেকে নিজেই সরে দাঁড়ালেন অয়ন মুখার্জি।

সূত্রের খবর, ‘ওয়ার ২’-এর ভরাডুবির পর চিত্রনাট্যের বাইরে নিজের সৃজনশীল নিয়ন্ত্রণ হারানোর হতাশা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন অয়ন।

আদিত্য চোপড়াকে কী জানালেন অয়ন?
যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার (Aditya Chopra) সঙ্গে একান্ত বৈঠকে অয়ন মুখার্জি তাঁর আপত্তির কথা স্পষ্ট জানিয়ে দেন। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ এক সূত্রের কথায়, “অয়ন বিশ্বাস করেন, ‘ওয়ার ২’ বা ‘ধুম ৪’-এর মতো ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো তাঁর ভাবনার সঙ্গে মানানসই নয়। তিনি এমন কিছু করতে চান যেখানে থাকবে আবেগ, নাটক, ভালবাসা আর গল্প বলার স্বাধীনতা।”

সূত্রের দাবি, ‘ওয়ার ২’ ছবি তৈরির ক্ষেত্রে অয়ন ছিলেন মূলত একজন এক্সিকিউটর—অর্থাৎ তিনি শুধু শ্রীধর রাঘবনের লেখা চিত্রনাট্য অনুযায়ী কাজ করছিলেন, ছবিতে নিজস্ব ইনপুট দেওয়ার সুযোগ তেমন পাননি। অয়ন সেই ধরনের পরিচালক নন, যিনি অন্যের লেখা কেবল বাস্তবায়ন করবেন।

দীর্ঘ আলোচনার পর আদিত্য চোপড়া ও রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে পারস্পরিক সম্মতিতেই অয়ন ‘ধুম ৪’ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের ফলে তাঁদের সম্পর্কের মধ্যে কোনও তিক্ততা নেই, বরং বিচ্ছেদ হয়েছে বন্ধুত্বপূর্ণ ভাবে।

এখন অয়ন মুখার্জি মন দিয়েছেন তাঁর স্বপ্নের প্রকল্প ‘ব্রহ্মাস্ত্র ২’-এ। ছবির লেখার কাজ প্রায় শেষ। বর্তমানে পাহাড়ের নির্জনতায় চূড়ান্ত ঘষামাজা চলছে সেই চিত্রনাট্যের। ছবিটি ২০২৬ সালে শুটিং ফ্লোরে যাওয়ার কথা।

অন্যদিকে, যশরাজ ফিল্মসে এখন চলছে ‘ধুম ৪’-এর নতুন পরিচালক নির্বাচনের দৌড়। রণবীর কাপুর ইতিমধ্যেই এই ছবির জন্য শুটিং ডেট লক করে ফেলেছেন। গুঞ্জন শোনা যাচ্ছে, অনেকে চাইছেন আদিত্য চোপড়া নিজেই এবার ক্যামেরার পিছনে আসুন। তবে কে বসবেন সেই আসনে, তার উত্তর মিলবে খুব শিগগিরই।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy