পুরী-দিঘা নয়, মালদহে গেলেই জগন্নাথ দর্শন! ৭২ ফুটের মন্দিরে ২২ ফুটের মা কালী, নজর কাড়বে এই পুজো

দুর্গাপুজো শেষ হতেই শুরু হয়েছে কালীপুজোর প্রস্তুতি। আর এবার শুধু প্রথাগত পুজো নয়, মালদহ (Malda) শহরের এক কালীপুজো জেলাবাসীকে দেবে এক বিশেষ চমক। এবার পুরী (Puri) বা দিঘা (Digha) নয়, মালদহতেই ভক্তরা জগন্নাথ দেবের দর্শন পাবেন। মালদহ শহরের পিরোজপুর ইউথ ক্লাব তাদের ৭২তম বর্ষের পুজোয় এক মেগা থিম নিয়ে আসছে।

৭২ ফুটের জগন্নাথ মন্দির, ভিতরে ২২ ফুটের কালী:

ইংরেজবাজার থানা সংলগ্ন পিরোজপুর ইউথ ক্লাবের এবারের থিম— পুরী এবং দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি বিশাল মণ্ডপ। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৭২ ফুট উচ্চতার এই মণ্ডপসজ্জা বিশেষ আকর্ষণ তৈরি করবে। মণ্ডপের প্রবেশদ্বারে থাকবেন জগন্নাথ দেবের মূর্তি। আর ঠিক তার ভিতরেই স্থাপন করা হবে প্রায় ২২ ফুট উচ্চতার মা কালীর প্রতিমা।

পুজো উদ্যোক্তারা জানান, এই কালীপ্রতিমাকে আরও আকর্ষণীয় করে তুলতে সোনা এবং রুপোর (চাঁদি) অলংকার দিয়ে সাজানো হবে। সব মিলিয়ে এবারের পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা।

ক্লাবের সহ-সম্পাদক দেবব্রত দাস জানান, “প্রতি বছরই আমরা বিশেষ কিছু চমক রাখার চেষ্টা করি। এ বছর পুরী এবং দিঘার জগন্নাথ মন্দিরের আদলে থিম তৈরি করা হচ্ছে। আমাদের বিশ্বাস, এই থিম শহর এবং জেলার সকল দর্শনার্থীর নজর কাড়বে।”

নরনারায়ণ সেবার বিরাট আয়োজন:

বিগ বাজেটের থিমের পাশাপাশি সামাজিক উদ্যোগেও নজর দিয়েছে ক্লাবটি। পুজো উপলক্ষে দুস্থদের মধ্যে শীতবস্ত্র-সহ বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণ করা হবে। সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘নরনারায়ণ সেবা’। উদ্যোক্তারা জানিয়েছেন, এই বিশেষ সেবার মাধ্যমে প্রায় ১০ হাজারেরও বেশি দর্শনার্থীকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে।

শুধু দুর্গাপুজো নয়, মালদহ শহরের কালীপুজোতেও যে বড় বাজেটের থিমে বিশেষ চমক থাকে, পিরোজপুর ইউথ ক্লাবের এই আয়োজন তারই প্রমাণ। ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই থিম এবার রেকর্ড ভিড় টানবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy