ঘুচবে মুখের কালিভাব, জেল্লা উঠবে ফুটে, এই ঘরোয়া টিপস আপনার জন্য

কাজকর্মে হাত দুটো ব্যস্ত থাকে সবসময়ই। গৃহস্থালি কাজে ঘন ঘন ধুতেও হয় হাত। ফলে এমনিতেই দ্রুত শুষ্ক হয়ে পড়ে হাতের ত্বক। রুক্ষতা যেন হাতের ত্বক খসখসে করে না ফেলে সেজন্য কিছু টিপস জেনে নিন।

খাঁটি অলিভ অয়েল ঘষে নিন দুই হাতে। এরপর গ্লাভস পরে ফেলুন। ঘণ্টা দুয়েক পর গ্লাভস খুলে নিন। দেখুন কেমন নরম হয়ে গেছে ত্বক।

জল পান করুন পর্যাপ্ত। এতে শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যাবে। ত্বক থাকবে উজ্জ্বল।

হাতের ত্বকে আমন্ড অয়েল, অ্যাভোকাডো অয়েল, অ্যালোভেরা জেল এবং নারকেল তেল ব্যবহার করুন প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে।

এক টেবিল চামচ চিনির সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল মেশান। মিশ্রণটি হাতে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন হাত। এটি ত্বকের মরা চামড়া দূর করবে।

হাত ধোয়ার জন্য ব্যবহার করুন ল্যানোলিন এবং গ্লিসারিন দেওয়া সাবান ও ঈষদুষ্ণ জল।

বাইরে বের হওয়ার সময় মুখের ত্বকের পাশাপাশি হাতেও ম্যাসাজ করে নিন সানস্ক্রিন।

লেবুর রসে চিনি মিশিয়ে হাতে ঘষুন। মসৃণ হবে হাত।

অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন মিহি করে। হাতের ত্বকে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। হাত ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy