উৎসবের মরসুমে বলিউড যখন সাজসজ্জা আর ঝলমলে পার্টি মোডে, তখনও ভক্তদের চোখ খুঁজছিল সেই মহাআয়োজন—বলিউডের বাদশাহ শাহরুখ খানের দিওয়ালি পার্টি। একসময় মুম্বইয়ের স্বপ্নের বাড়ি ‘মন্নত’-ই ছিল বলিউড পার্টির কেন্দ্রবিন্দু। দিওয়ালি নাইটে আলোয় ঝলমল করত পুরো সমুদ্রতট, যেখানে বাদশাহর অতিথি হয়ে ঢুকতেন একের পর এক তারকা।
কিন্তু কোভিডের পর থেকে এবং মন্নতের সংস্কার কাজের কারণে সেই চেনা দৃশ্য কিছুটা বদলে গিয়েছিল। তাই এ বছরও যখন দিওয়ালি আলোয় গোটা মুম্বই ঝলমল করছে, তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল: এই বছর কি মন্নত আলোমুখর হবে?
ম্যানেজার পূজার ঘোষণা: পার্টি বাতিল
দুঃখের খবর হলো, না। এক সাক্ষাৎকারে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি নিশ্চিত করেছেন যে, এ বছর কিং খান কোনও দিওয়ালি পার্টি আয়োজন করছেন না। খবরটা শুনে মন খারাপ হয়েছে অসংখ্য ভক্তের, কারণ মন্নতের দিওয়ালি যেন হয়ে উঠেছিল একটা প্রথা, একটা আবেগ।
স্মৃতির পাতায় রয়ে গিয়েছে সেই রাজকীয় সব মুহূর্ত, বিশেষ করে ২০১৮ সালে কোভিডের আগের শেষ দিওয়ালি পার্টি এবং ২০২২ ও ২০২৪ সালের জমকালো উৎসবের স্মৃতি।
শাহরুখের মনোযোগ এখন কাজে
পার্টি না দিলেও শাহরুখ খানের মন এখন পুরোদমে কাজে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে তিনি বর্তমানে নতুন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও তাঁর কন্যা সুহানাকে—যা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ইতিমধ্যেই তুঙ্গে। বহু প্রতীক্ষিত এই সিনেমা ২০২৬ সালে মুক্তি পেতে চলেছে।
এদিকে, শুধু শাহরুখই নন, অভিনেতা আয়ুষ্মান খুরানাও নাকি এ বছর কোনও পার্টি দিচ্ছেন না। জানা গেছে, নিজের প্রথম দিওয়ালি রিলিজ ‘থাম্মা’-র প্রচার নিয়েই এখন তাঁর সমস্ত ব্যস্ততা।
তবে মন্নতের আলো নিভে গেলেও, কোটি-কোটি ভক্তের বিশ্বাস—প্রতিটি প্রদীপের আলোয় শাহরুখের নামটিই জ্বলে, দিওয়ালির মতো উজ্জ্বল, ভালোবাসার মতো অনন্ত।