‘গর্ভপাত ছিল এক অজানা লড়াই!’, জীবনের কঠিন মুহূর্তের কথা অকপটে জানালেন ‘সেক্রেড গেম্‌স’ খ্যাত অভিনেত্রী কুবরা সেইত

জনপ্রিয় সিরিজ ‘সেক্রেড গেম্‌স’-এ রূপান্তরকামী ‘কুকু’-র চরিত্রে নজর কাড়া অভিনেত্রী কুবরা সেইত এবার জীবনের এক গভীর, কঠিন মুহূর্ত নিয়ে মুখ খুললেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের গর্ভপাতের অভিজ্ঞতা নিয়ে অকপটে জানালেন অভিনেত্রী।

কুবরা বলেন, জীবনের সেই সময়টা ছিল তাঁর কাছে এক অজানা লড়াই। বিশ্বাস, দায়িত্ব আর সমাজের চোখে নিজের অবস্থানের চোরাবালির মধ্যে আটকে পড়েছিলেন তিনি।

এক রাতের সঙ্গমের পর গর্ভপাতের সিদ্ধান্ত
কুবরা জানান, ঘটনাটি অনেক বছর আগের। এই সময়ের মধ্যে তিনি ভাবার, বোঝার ও নিজেকে সেরে তোলার সুযোগ পেয়েছেন। সেই সময়ে নিজের মধ্যেই প্রচণ্ড দ্বন্দ্ব শুরু হয়েছিল—

“একদিকে নিজের বিশ্বাস, দায়িত্ববোধ, আর অন্যদিকে সমাজের দৃষ্টিভঙ্গি… কী ঠিক আর কী ভুল, সেই টানাপোড়েনে জর্জরিত হয়ে পড়ে মন।”

তিনি আরও বলেন, “সেই সময়ে সত্যিই বুঝতে পারিনি, আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি না। কিন্তু আজ আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমার নেওয়া সিদ্ধান্তটাই ছিল ঠিক।” এর আগে ২০২২ সালে নিজের আত্মজীবনীমূলক বই ‘ওপেন বুক: নট কোয়াইট আ মেমোয়ার’ প্রকাশের সময়ই তিনি খোলাখুলি লেখেন এই অভিজ্ঞতার কথা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এক রাতের সঙ্গমের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং একাই সিদ্ধান্ত নেন গর্ভপাতের। তবে এই ঘটনার সঙ্গে জড়িত পুরুষসঙ্গীর নাম তিনি ফাঁস করেননি।

বহু বছরের মানসিক অস্থিরতা
কুবরা মনে করিয়ে দেন, এই অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে তাঁর বহু বছর সময় লেগেছিল। একসময় একটি শুটিংয়ের সময় প্রচণ্ড অসুস্থতা, রক্তপাত আর মানসিক অস্থিরতার মধ্য দিয়েও কাউকে কিছু না জানিয়ে তিনি কাজ চালিয়ে গিয়েছিলেন। বই লেখার পরই কুবরা উপলব্ধি করেন নিজের প্রতি দয়ালু হওয়া কতটা জরুরি। তাঁর কথায়, “যখন লেখাটা শেষ করলাম, বুঝলাম নিজেকে ক্ষমা করা, নিজের সিদ্ধান্তকে গ্রহণ করা, সেটাই ছিল আমার সত্যিকারের মুক্তি।”

উল্লেখ্য, কুবরা সেইত ২০২২ সালের পর থেকেই ‘সিঙ্গল’। তিনি বিয়ে করতে চান না, বরং একত্রবাসে স্বচ্ছন্দ। বর্তমানে তিনি ‘ফর্জি’, ‘দ্য ট্রায়াল’, ‘শহর লাখোট’–এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজে কাজ করেছেন। শিগগিরই তাঁকে শাহিদ কাপুর ও পূজা হেগড়ের সঙ্গে ‘দেবা’ এবং ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’ ছবিতে দেখা যাবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy