তেলেঙ্গানার জুবিলি হিলস উপনির্বাচনে বিতর্ক! একই ঠিকানায় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা, তামান্না ও রাকুলপ্রীতের ভুয়ো ভোটার কার্ড ভাইরাল

আগামী ১১ নভেম্বর তেলেঙ্গানার জুবিলি হিলস বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর তার প্রাক্কালে বড়সড় বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন তিন জনপ্রিয় দক্ষিণী তারকা—তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু এবং রাকুলপ্রীত সিং। নির্বাচনী আবহে এই তিন নায়িকার ভুয়ো ভোটার কার্ড জুবিলি হিলস এলাকায় ভাইরাল হয়ে যাওয়ায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নির্বাচন কমিশনকে (Election Commission) হস্তক্ষেপ করতে বাধ্য হতে হয়েছে।

ভুয়ো কার্ডে একই ঠিকানা
ভাইরাল হওয়া এই জাল ভোটার কার্ডগুলিতে একাধিক চমকপ্রদ তথ্য রয়েছে। জানা গেছে, ভুয়ো তৈরি করা এই তিনটি ভোটার কার্ডেই তিন জনপ্রিয় অভিনেত্রীর বাড়ির ঠিকানা একই উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই তদন্তে নেমেছে। কীভাবে একই সঙ্গে সিনে-জগতের তিন জনপ্রিয় অভিনেত্রীর জাল ভোটার পরিচয়পত্র এভাবে তৈরি হলো এবং ভাইরাল হলো, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ভুয়ো ভোটার কার্ড নিয়ে জলঘোলা হওয়ার বিষয়ে এই তিন অভিনেত্রীর কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

ভোট কারচুপির ঘটনা দেশে নতুন না হলেও, একইসঙ্গে তিন জনপ্রিয় অভিনেত্রীর জাল ভোটার পরিচয়পত্র এভাবে প্রকাশ্যে আসা একেবারেই বিরল ঘটনা।

রাজনৈতিক বিতর্কের আঁচ
চলতি বছরের জুন মাসে জুবিলি হিলসের বিধায়ক মগন্তি গোপীনাথের আকস্মিক মৃত্যু হওয়ায় আসনটি ফাঁকা হয়। এই উপনির্বাচনে কংগ্রেসের তরফে ভোট লড়ছেন ভি নবীন যাদব। বিআরএস প্রার্থী হিসেবে রয়েছেন প্রয়াত বিধায়কের স্ত্রী মগন্তি সুনীতা। বিজেপি প্রার্থী দীপক রেড্ডি-ও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্প্রতি বিআরএস (BRS) দল কংগ্রেসের বিরুদ্ধে হাজার হাজার ভুয়ো ভোটার পরিচয়পত্র তৈরি করার অভিযোগ তুলে তেলেঙ্গনা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। এখন এই তিন নায়িকা সেই রাজনৈতিক বিতর্কের গেরোয় পড়েছেন কি না, নির্বাচন কমিশন আপাতত সেই বিষয়টিই খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy