খড়গপুরে প্রতিবাদীর গাড়িতে আগুন! প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় গভীর রাতে মহিলার গাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা

রাজ্যে ক্রমশ বাড়ছে সমাজবিরোধী কার্যকলাপের প্রতিবাদ করায় আক্রমণের ঘটনা। এবার প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এক মহিলার গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন পরিবারটি।

আজ ভোর সাড়ে তিনটে নাগাদ খড়গপুরের গোলখুলি এলাকায় রুকিয়া বিবি নামে ওই মহিলার বাড়ির বাইরে রাখা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

কী কারণে এই হামলা?
রুকিয়া বিবির অভিযোগ, খড়গপুরের ইন্দা, পাঁচবেড়িয়া, কাজিমহল্লা এবং খড়গপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডের মতো এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি চলছে। শুধু তাই নয়, বহু যুবক আগ্নেয়াস্ত্র নিয়েও ঘোরাঘুরি করে।

জানা গিয়েছে, গতকাল স্থানীয় বাসিন্দারা এই মাদক চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং শেখ শাকিল ও শেখ কুরবান নামে দুই অভিযুক্তকে ধরে খড়গপুর টাউন থানার হাতে তুলে দেয়। স্থানীয়দের সম্মিলিত প্রতিবাদের পরেই গভীর রাতে রুকিয়া বিবির ব্যক্তিগত গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর টাউন থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রতিবাদ করলেই নৃশংসতা: একের পর এক হামলার ঘটনা
খড়গপুরের এই ঘটনা রাজ্যে সমাজবিরোধীদের বাড়বাড়ন্তের এক নতুন চিত্র তুলে ধরল। প্রতিবাদ করার ‘শাস্তি’ হিসেবে হামলার ঘটনা এই প্রথম নয়:

একবালপুরে নৃশংস খুন: এর আগে গত ৮ সেপ্টেম্বর কলকাতার একবালপুরে মদের আসরের প্রতিবাদ করায় ধনরাজ প্রসাদ নামে এক যুবককে চপার দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল। চার দিন পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

মালদায় জুয়ার ঠেকের প্রতিবাদ: সেপ্টেম্বরেই মালদাতে জুয়ার ঠেকের প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়ি ও মোটরবাইকে ভাঙচুর চালানো হয়। এখানেই শেষ নয়, অভিযুক্তরা বাড়ির মহিলাদের শ্লীলতাহানিও করেছিল বলে অভিযোগ ওঠে।

বেলঘরিয়ার শিক্ষক আক্রান্ত: কিছুদিন আগে বেলঘরিয়ায় প্রকাশ্যে মদের আসরের প্রতিবাদ করায় আক্রান্ত হতে হয়েছিল এক আঁকার শিক্ষককে।

একরের পর এক এই ধরনের ঘটনায় রাজ্যের সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে—ন্যায়সঙ্গত প্রতিবাদ করলেই কি সমাজবিরোধীদের হাতে আক্রান্ত হতে হবে?

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy