অসমের সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র, জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) আকস্মিক প্রয়াণে শোকের ঢেউ থামেনি প্রাণবন্ত এই রাজ্যে। প্রায় ৪০টি ভাষায় ৩৮ হাজারেরও বেশি গান গেয়ে যিনি উত্তর-পূর্বাঞ্চলকে ঐক্যের বন্ধনে বেঁধেছিলেন, সেই ‘প্রাণপুরুষ’ শিল্পীর মৃত্যু এক মাস পরেও মেনে নিতে পারছে না অসমবাসী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন জানিয়ে এবার বড় পদক্ষেপ নিল প্রশাসন ও সাংস্কৃতিক মহল।
জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর কারণে দশম ব্রহ্মপুত্র উপত্যকা চলচ্চিত্র উৎসব (Brahmaputra Valley Film Festival – BVFF) স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব গুয়াহাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কেন স্থগিত করা হলো উৎসব?
ব্রহ্মপুত্র উপত্যকা চলচ্চিত্র উৎসবের পরিচালক তনুশ্রী হাজরিকা এই প্রসঙ্গে বলেন, “আমাদের সকলের প্রিয় জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর ফলে আমরা গভীর দুঃখে কাতর। এই সময়ে উৎসব অনুষ্ঠিত করা সঠিক নয়। সেই কারণে আমরা দশম বর্ষের এই উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামী বছরে আরও নতুন উদ্দীপনা নিয়ে জুবিন দাকে শ্রদ্ধা জানিয়ে এই উৎসব আমরা উদযাপন করব। এখন এই সময় আমাদের জন্য খুবই দুঃখের।”
সাংস্কৃতিক পরিচালক পল্লবী চুমকি বরোয়ার কথায়, “সমগ্র অসমে এখন শোকের ঢেউ চলছে। জুবিন দার এই আকস্মিক ঘটনায় আমরা অনেক বেশি দুঃখিত। তাই আমরা এই বছর চলচ্চিত্র উৎসব স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”
ছবি জমা দেওয়া নির্মাতাদের জন্য কী ব্যবস্থা?
ইতিমধ্যে এই উৎসবে দেশ-বিদেশের প্রায় ২০০টি ছবি জমা পড়েছে। পরিচালক পল্লবী চুমকি বরোয়ার নিশ্চিত করেছেন যে, যে সকল পরিচালকরা উৎসবে অংশগ্রহণের জন্য ফি দিয়েছেন, সেই জমা দেওয়া অর্থ FilmFreeway-এর মাধ্যমে ফেরত দেওয়া হবে। অফলাইনে জমা দেওয়া প্রার্থীদের সঙ্গে চলচ্চিত্র উৎসব কমিটির (BVFF) পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হবে।
২০১৩ সাল থেকে গুয়াহাটিতে আয়োজিত এই ব্রহ্মপুত্র উপত্যকা চলচ্চিত্র উৎসব উত্তর-পূর্ব ভারত ও দেশের বিভিন্ন স্থানের চলচ্চিত্রকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিত। প্রতি বছর তনুশ্রী হাজরিকার নেতৃত্বে এটি সফলভাবে উদযাপিত হয়ে এলেও, জুবিন গর্গের প্রয়াণের পর এবার সেই সিনেমার উদযাপন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।