মাদক কারবারিদের ধরিয়ে দেওয়ার চরম মাশুল গুনতে হলো এক প্রতিবাদীকে। বৃহস্পতিবার রাতে দুই ড্রাগ মাফিয়াকে গ্রেফতার করানোর কয়েক ঘণ্টা পরই, তাঁর বাড়ির বাইরে রাখা একটি ব্যক্তিগত গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে শহরজুড়ে মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন খড়গপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের গোলখুলি এলাকার বাসিন্দা রুকিয়া বিবি ওরফে লক্ষ্মী। গতকাল রাতে তাঁর বাড়ির বাইরে রাখা একটি বড় গাড়িতে কেউ বা কারা আগুন ধরিয়ে দেয়।
ক্ষয়ক্ষতি: আগুনের জেরে গাড়ির সামনের অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে।
ঘটনার স্থান: খড়গপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের গোলেখুলি এলাকায় এই ঘটনা ঘটেছে।
প্রতিবাদী রুকিয়া বিবি ওরফে লক্ষ্মী জানান, গতকাল খড়গপুর থেকে দুই ড্রাগ ডিলারকে ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনার সূত্রেই তাঁর বাড়ির বাইরে থাকা গাড়িতে প্রতিশোধমূলকভাবে আগুন লাগিয়ে দেওয়া হতে পারে বলে তিনি অনুমান করছেন।
খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে আসে খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় মাদক কারবারিরাই এই ঘটনার পিছনে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই তদন্তে কী উঠে আসে এবং কীভাবে প্রতিবাদীকে নিরাপত্তা দেওয়া হয়, সেটাই এখন দেখার।