দেশের বেশিরভাগ অংশ থেকে বিদায় নিলেও, বাংলা থেকে বর্ষা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সামনেই কালীপুজো, দিওয়ালি এবং ভাইফোঁটার মতো পরপর উৎসব। এই আবহে আবহাওয়া কেমন থাকবে, সেই চিন্তায় বঙ্গবাসী। তবে শুক্রবার উত্তরবঙ্গের আবহাওয়ার বড় আপডেট কিছুটা স্বস্তি দিল।
শুক্রবার সকাল থেকেই উত্তরবঙ্গের আকাশ ছিল ঝলমলে ও পরিষ্কার। পাহাড়ে তাপমাত্রা কমায় ফিরতে শুরু করেছে হালকা শীতের অনুভূতি।
কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দর্শন
পর্যটকদের জন্য সবচেয়ে বড় উপহার ছিল মেঘমুক্ত আকাশ। এদিন সমতল ও পাহাড়—উভয় জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দর্শন পেয়েছেন পর্যটকেরা।
শিলিগুড়ি: শুক্রবার শহরের আকাশ ছিল বেশ পরিষ্কার এবং ঝাঁ চকচকে। তাপমাত্রা ছিল প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস। সমতল থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ায় মুগ্ধ পর্যটকরা।
দার্জিলিং: পাহাড়ের আকাশ আংশিক পরিষ্কার থাকলেও, কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দর্শন হয়েছে। পাহাড়ে হালকা শীতের অনুভূতি শুরু হয়েছে, তাপমাত্রা ছিল প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পং: কালিম্পং থেকেও কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে। এখানে তাপমাত্রা ছিল ২০-২১ ডিগ্রির মধ্যে।
অন্যান্য জেলার আবহাওয়া
জলপাইগুড়িতেও এদিন রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। গত চব্বিশ ঘণ্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.০১ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্স, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ইসলামপুর ও গঙ্গারামপুরের আকাশও ছিল পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল। এই সমস্ত জায়গায় তাপমাত্রা ছিল প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস।
শনিবারে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার উত্তরবঙ্গের আকাশ ঝলমলে থাকলেও, আগামীকাল শনিবার উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কালীপুজো ও দিওয়ালির আগে আবহাওয়া অনেকটাই স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।