প্রেমিকা বা স্ত্রী থাকা সত্ত্বেও যে কারণে একাধিক মহিলায় আসক্ত হন পুরুষরা? জেনেনিন কারণ

আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা রয়েছে যে, পুরুষ বা মহিলা প্রত্যেকেই জীবনে একাধিক সঙ্গী বা সঙ্গিনী পেতে চান। কিন্তু গবেষকরা বলছেন এটা সম্পূর্ণ ভুল। কখনই পুরুষ ও মহিলাদের মধ্যে সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার আকাঙ্ক্ষা একই রকমের হয় না। বরং মহিলাদের চেয়ে অনেক বেশি এই আকাঙ্ক্ষা বা আসক্তি থাকে পুরুষদের মধ্যে। যৌবনকালই হোক বা মধ্যবয়স অথবা বার্ধক্য একাধিক সঙ্গিনীর সান্নিধ্য পেতে চান সকল পুরুষই৷ কিন্তু কেন, জানেন?

সম্প্রতি পনেরো হাজার পুরুষ ও মহিলাদের মধ্যে একটি সমীক্ষা চালান গবেষকরা৷ সেই সমীক্ষা থেকেই তাঁরা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন৷ জানা গিয়েছে, সমীক্ষায় অংশগ্রহণ করা পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা ভাবে প্রশ্ন করা হয় তাঁদের সঙ্গী বা সঙ্গিনীর বিষয়ে৷ জানতে চাওয়া হয়, এখনও পর্যন্ত কতজন পুরুষ বা মহিলা তাঁদের জীবনে এসেছে? বা কতজনের সঙ্গে এখন পর্যন্ত যৌন সঙ্গমে লিপ্ত হয়েছেন তাঁরা? যা উত্তর এসেছে তাতে কার্যত অবাক গবেষকরা৷

জানা গিয়েছে উত্তরে, মহিলাদের তুলনায় অনেক বেশি সঙ্গিনীর কথা উল্লেখ করেছেন পুরুষরা৷ ১৬ থেকে ৭৪ বছর বয়সের মধ্যে পুরুষরা জানিয়েছেন, এই সময়কালের মধ্যে তাঁদের জীবনে গড়ে ১৪ জন করে মহিলা এসেছে৷ কারও সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছে, কারও সঙ্গে হয়েছে কেবল মিষ্টি প্রেম সম্পর্ক৷ অপরপক্ষে একই প্রশ্নের উত্তরে, একই বয়সের মহিলারা জানিয়েছেন, গড়ে সাতজন করে পুরুষের সঙ্গে প্রেম করেছেন বা যৌন সম্পর্ক গড়ে উঠেছে৷ অর্থাৎ এটা প্রমাণিত হয়েছে মহিলাদের তুলনায় পুরুষদের প্রেমে পড়ার বা যৌন আসক্তি অনেক বেশি৷ উত্তরের এই ট্রেন্ডের পিছনে যথেষ্ট যুক্তি রয়েছে বলে জানান গবেষকরা৷ তাঁদের মতে, বয়সের সঙ্গে সঙ্গে পুরুষদের মধ্যে যৌন আসক্তি বাড়তে থাকে। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কেবল একাধিক মহিলার সান্নিধ্যই পেতে চান তাঁরা৷ তাঁদের মনে বাড়তে থাকে সঙ্গমের ইচ্ছা৷ যা আরও বেশি করে পুরুষদের মধ্যে সঙ্গিনী খোঁজার তাড়না বাড়ায়৷

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy