শেভ করার আগে আপনার যা যা জানা জরুরি, বিস্তারে জানতে চোখ রাখুন

পুরুষদের মধ্যে অনেকেই মুখ ভরতি দাড়ি রাখতে পছন্দ করেন, আবার কেউ কেউ ক্লিন শেভ ভালোবাসেন। বিশেষ করে যারা চাকরিজীবী তাদের বেশিরভাগই ক্লিন শেভ করেন। অনেকেই আবার প্রতিদিনই শেভ করেন।

তবে কেবল শেভ করলেই হয় না, শেভ করার সময় কিছু বিষয়ও লক্ষ্য রাখা জরুরি। তবেই কাজটা সহজে করা যায়। চলুন তবে জেনে নেয়া যাক শেভ করার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে-

** সকালে স্নানের পর শেভ করলে সবচেয়ে ভালো হয়। এ সময় দাড়ি নরম থাকে, ফলে সহজে শেভ করা যায়। ত্বকও মসৃণ থাকে।

** শেভ করার আগে ত্বক ফেসওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। ত্বকের সঙ্গে মানিয়ে যায় এমন জেল ও ক্রিম ব্যবহার করুন।

** শেভ করার জন্য অবশ্যই ভালোমানের রেজার ব্যবহার করুন। চেপে রেজার টানবেন না, এতে ত্বকের ক্ষতি হয়। ধীরে ধীরে রেজার টানুন।

** শেভ করার পর অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে নিন। শেভিংয়ের জন্য অ্যালকোহলমুক্ত পণ্য ব্যবহার করুন।

** জীবাণুমুক্ত রাখতে সপ্তাহে এক দিন রেজার গরম জলে ধুয়ে নিন।

** যারা প্রতিদিন শেভ করেন তারা সপ্তাহে এক দিন মুখের ত্বককে বিশ্রাম দিন। এ দিন শেভ করবেন না।

** ত্বক মসৃণ রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

** যদি কখনো বাইরে সেলুনে শেভ করতে হয়, তাহলে অবশ্যই নতুন ব্লেড ব্যবহার করুন

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy