টুথপেস্টের টিউবের নিচের দিকে কেন বিভিন্ন রং দেওয়া থাকে, জানলে চমকে যাবেন

টুথপেস্টের টিউবের নিচের দিকে বিভিন্ন রঙ দেয়া থাকে। এই সব রঙের কি অর্থ তা নিয়ে কিন্তু নানা রকম প্রচার রয়েছে।

এক এক ধরনের টুথপেস্টে এক এক রকম দাগ দেওয়া থাকে। এমন রং নিরর্থক নয় দাবি করে এর ব্যাখ্যাও দেওয়া হয়।

অনেকে মনে করেন, টিউবের নিচে ছোট আকারে লাল, কালো, নীল বা সবুজ রঙের যে দাগ থাকে, সেটা টুথপেস্টের গুণমান আলাদা করে বোঝায়। অনেকের ধারণা, পেস্ট তৈরিতে যেসব উপাদান ব্যবহার হয় তার নির্দেশক এসব ভিন্ন ভিন্ন রঙ।

টুথপেস্ট প্রস্তুতকারী সংস্থা কলগেট তাদের ওয়েবসাইটে এই বিষয়ে জানিয়েছে, রঙ নিয়ে যে প্রচার করা হয়, তা আসলে ঠিক নয়। কোনো সংস্থা টুথপেস্টের উপকরণ বোঝাতে ওই রঙ রাখে না। এটা মূলত রাখা হয় উৎপাদন সংক্রান্ত কারণে। টিউব তৈরির সময়ে টুথপেস্ট রাখার জায়গা কোথায় শেষ, তা চিহ্নিত করতেই বিভিন্ন রঙের ব্যবহার করা হয়। ওই রঙ দেখেই যন্ত্র বুঝতে পারে টিউবের কোন জায়গা সিল করতে হবে।

সংস্থাটি আরও জানায়, কোনো টুথপেস্ট তৈরিতে প্রাকৃতিক বা রাসায়নিক উপাদান আলাদা আলাদা করে ব্যবহার করা হয় না। মনে রাখা দরকার সব প্রাকৃতিক উপাদানও আসলে রাসায়নিক।

কিন্তু কোন কোন উপকরণে তৈরি টুথপেস্ট ব্যবহার করা হচ্ছে তা অবশ্য গ্রাহকের জানার উপায় রয়েছে। সেটা ছাপা থাকে টিউবের গায়ে কিংবা টিউবের বাক্সে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy