সৌন্দর্য সবারই কাম্য। কিন্তু আমাদের সৌন্দর্য নষ্ট করার পেছনে অবঞ্চিত লোম অনেকটাই দায়ী। তাইতো অবাঞ্চিত লোমের কারণে অনেকেই ত্বকে সামঞ্জস্যতা আনতে ব্লিচ করিয়ে থাকে। কারণ মুখের এই অবাঞ্ছিত লোম ঢেকে ফেলার সবচেয়ে সহজ উপায় হল ব্লিচ করা।
তবে অতিরিক্ত ব্লিচ করলে ত্বকের ক্ষতির আশঙ্কাও বেড়ে যায় বহুগুণ। মুখের ত্বক অত্যন্ত কোমল আর সংবেদনশীল। তাই ঠিক কত দিন অন্তর ব্লিচ করা যেতে পারে, কোন ধরনের ত্বকের জন্য কোন ব্লিচ ব্যবহার করা উচিত তা জেনে নেয়া জরুরি। চলুন তবে এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক-
মুখে ব্লিচ করার সঠিক সময় ও নিয়ম
>> ত্বকের ক্ষতি না করে ব্লিচ করতে চাইলে মাসে ২ বারের বেশি ব্লিচ করার প্রয়োজন নেই। একবার ব্লিচ করার পর অন্তত ১৫ দিনের ব্যবধান থাকা জরুরি। না হলে উল্টো ত্বকের ক্ষতি হয়ে যেতে পারে।
>> ব্লিচ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কোনোভাবেই ব্লিচ যেন চোখের কোনে বা নাকের ভেতর ঢুকে না যায়। কোনো কাটা, গভীর ক্ষত বা তিলের ওপর ভুলেও ব্লিচ লাগাবেন না।
>> আমাদের মুখের ত্বক শরীরের অন্যান্য অংশের ত্বকের তুলনায় অনেক বেশি কোমল আর সংবেদনশীল। তাই মুখে ব্লিচ করার আগে হাতে বা গলার ত্বকে লাগিয়ে উপাদানটিকে পরীক্ষা করে নিন। ত্বকে কোনো রকম জ্বালা বা অস্বস্তি অনুভব করলে ওই ব্লিচ মুখের কোমল ত্বকে লাগাবেন না। সব সময় মৃদু প্রকৃতির ব্লিচ ব্যবহার করুন।