এক চরম চমকে দেওয়া ঘটনায়, শিকাগো থেকে জার্মানিগামী লুফথানসা এয়ারলাইন্সের ফ্লাইট LH-431-এ হিংসাত্মক আচরণের অভিযোগ উঠেছে ২৮ বছর বয়সী ভারতীয় নাগরিক প্রণীত কুমার উসিরিপাল্লির বিরুদ্ধে। গত ২৫ অক্টোবর এই ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার জেরে বিমানটিকে জরুরি ভিত্তিতে বোস্টন বিমানবন্দরে নামানো হয়।
কীভাবে ছড়াল আতঙ্ক?
আমেরিকান অ্যাটর্নি অফিসের অভিযোগ অনুযায়ী, ফ্লাইটে থাকা ভারতীয় যাত্রী প্রণীত কুমার উসিরিপাল্লি হঠাৎই হিংস্র হয়ে ওঠেন। তিনি একটি ধাতব কাঁটাচামচ দিয়ে দুই ১৭ বছর বয়সী ছেলের ওপর হামলা করেন। এক কিশোরের কাঁধে এবং অন্যজনের মাথার পিছনে আঘাত করা হয়, যার ফলে তারা গুরুতর আহত হয়।
ক্রু সদস্যরা তাঁকে থামাতে এলে, প্রণীত হাতে বন্দুকের ইশারা করে নিজের মুখে রেখে ‘গুলি করার’ ভান করেন। এরপর তিনি পাশে বসা এক মহিলা যাত্রীকে চড় মারেন এবং এক ফ্লাইট অ্যাটেনডেন্টকেও আঘাতের চেষ্টা করেন। ক্রু সদস্যরা দ্রুত তাঁকে নিয়ন্ত্রণ করে সিটের সঙ্গে বেঁধে দেন। এই ঘটনার পরই বিমানটিকে বোস্টন বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখানে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
১০ বছরের জেল ও বিপুল জরিমানার আশঙ্কা
মার্কিন ফেডারেল প্রসিকিউশন অফিসের পক্ষ থেকে প্রণীতের বিরুদ্ধে ‘বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার’ গুরুতর অভিযোগ আনা হয়েছে। যদি তিনি দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁর ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। এর পাশাপাশি, তাঁকে ৩ বছর পর্যন্ত নজরদারিতে থাকতে হতে পারে এবং প্রায় $250,000 (প্রায় ২ কোটি টাকা) পর্যন্ত জরিমানাও হতে পারে।
জানা গিয়েছে, প্রণীত কুমার এর আগে ছাত্র ভিসায় আমেরিকায় গিয়েছিলেন এবং বাইবেল স্টাডিজে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি ছিলেন। তবে, ঘটনার সময় তাঁর আইনত বৈধ অভিবাসন স্ট্যাটাস ছিল না।