বীরবাহা হাঁসদা মামলায় স্বস্তি শুভেন্দুকে! ‘১১ নভেম্বর পর্যন্ত কড়া পদক্ষেপ নয়’, নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ অনুযায়ী, আগামী ১১ নভেম্বর পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

২০২২ সালে ঝাড়গ্রামের ঝিটকার জঙ্গলে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। সেই সময় পুলিশ শুভেন্দুকে বিশাল ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করেছিল। এর পরই ঝাড়গ্রাম এসটি থানায় মন্ত্রী বীরবাহা হাঁসদা তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও রাজ্যের আরও একাধিক থানায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল।

বিচারপতি জয় সেনগুপ্ত তাঁর অন্তর্বর্তী নির্দেশে স্পষ্ট করেছেন যে, বেলেঘাটা এবং সাঁকরাইল থানায় দায়ের হওয়া এফআইআরগুলির ভিত্তিতে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না। যদিও বিচারপতি এই দুই মামলার কেস ডায়েরি পেশ করার নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী ১১ নভেম্বর। এর আগে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাঁরা এই দু’টি মামলায় কোনও পদক্ষেপ নিচ্ছেন না।

প্রসঙ্গত, এর আগে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলা প্রসঙ্গে শুভেন্দুকে আক্রমণ করে মন্তব্য করেছিলেন যে, বিচারপতি রাজাশেখর মান্থা এসসি-ওবিসি সংক্রান্ত মামলাটি স্থগিত করে দিয়েছিলেন এবং বিচারপতি জয় সেনগুপ্তও বলেছিলেন যে এই এফআইআর চ্যালেঞ্জ না হওয়ায় কোর্টের ভিতরে ঢোকা যাবে না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy