দাম্পত্যের সুখ পেতে ভরসা রাখতে পারেন মৌরিতে

সুখী দাম্পত্যের অন্যতম চাবিকাঠি শারীরিক সম্পর্ক। আর তাতে নতুন মাত্রা যোগ করতে পারে মৌরি। মৌরি শুধু মুখশুদ্ধিই করে না বরং তার গুণাগুন জানলে চমকে যাবেন! এমনকি দাম্পত্যের সুখ পেতে চাইলেও ভরসা রাখতে পারেন মৌরিতে।

চলুন জেনে নেয়া যাক মৌরি খাওয়ার কিছু অবিশ্বাস্য উপকারিতা সম্পর্কে-

খনিজে পূর্ণ মৌরি

মৌরিতে রয়েছে কপার, পটাশিয়াম,ক্যালিশিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, আয়রনের মতো খনিজ। তাছাড়া আছে ভিটামিন সি। রাতে খাওয়াদাওয়ার পর মৌরি খেলে বাড়ে পুরুষের যৌবনশক্তি।

দ্বিগুণ যৌনশক্তি

অতিসম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে, মৌরিতে জিঙ্ক ও ফাইবার অনেক মাত্রায় থাকে। যা শীঘ্রপতন রুখতে সমর্থ। সরল ভাষায় বললে, পুরুষের যৌনশক্তি দ্বিগুণ বাড়ে।

মৌরি দুধ

গবেষণা বলছে, রাতে শোয়ার আগে মৌরি খাওয়া উচিত। এক গ্লাস দুধে মৌরি গুঁড়া দিয়ে খেলে চমৎকার ফল পাবেন।

ভালো ঘুম

দুধে মৌরি গুঁড়া মিশিয়ে খেলে ঘুম ভালো হয়। কেটে যায় হজমের সমস্যাও। বদহজমকে মেলে নিষ্কৃতি। তাছাড়া স্মৃতিশক্তি বাড়াতেও অব্যর্থ টোটকা।

শ্বাসকষ্টের সমস্যায়

শ্বাসকষ্টের সমস্যা থাকলেও পান করা উচিত মৌরি-দুধ। এতে শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়ায় উন্নতি হয়।

মৌরিতে কমে ওজন

মৌরিতে ফাইবার থাকায় স্থূলতা নিয়ন্ত্রণে থাকে। শরীরে জমে না ফ্যাট। মৌরি-দুধ কোলেস্টেরলকেও ভারসাম্যের মধ্যে রাখে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy