জল খেয়েও পিপাসা মিটছে না? এর সমাধানে যা করবেন দেখেনিন

‘তৃষ্ণা’ একটি রোগের নাম, লিটার লিটার জলেও মিটছে না পিপাসা! চিন্তিত চিকিৎসকরা।

কি এমন অসুখ, যখন কিছুতেই জলের তেষ্টা মেটে না। মানুষ হয়ে ওঠে প্রাণঘাতী! জার্মানির মার্ক উব্বেন হোর্স্টের জীবনটাই হয়ে গেছে এমন। এক বিরল অসুখ মার্কের। তাঁর তেষ্টার কোন নিবৃত্তি নেই। সারা দিনে ঘুমোতে পারেন বড় জোর দুই ঘণ্টা। তেষ্টায় বুক ফেটে যায়!

৩৬ বছরের মার্কের অসুখের নাম ডায়াবেটিস ইনসিপিডাস। জল খাওয়ার পরেই তার প্রস্রাব পায়। শরীর কিছুতেই ধরে রাখতে পারে না জল! তাই দিনে প্রায় ২০ লিটার জল খেয়ে প্রাণরক্ষা করতে হচ্ছে তাকে!

তবে মাত্রাতিরিক্ত পরিমাণে এই জল খাওয়ায় আপাত ভাবে প্রাণ বাঁচলেও, এই প্রবণতা থেকেও আসতে পারে বিপণ্ণতা। চিকিৎসকরা জানাচ্ছেন, অতিরিক্ত জল শরীরে থাকলে তা থেকে মস্তিষ্ক আক্রান্ত হতে পারে। কিংবা রাতারাতি শরীরের সোডিয়াম লেভেল কমে গিয়েও বিরাট বিপদ ডেকে আনতে পারে।

দিনরাত এক প্রবল তৃষ্ণার ফাঁদে জীবন কাটছে মার্কের। কী ভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, তার জানা নেই। তাই ঘুরছেন এক চিকিৎসক অন্য চিকিৎসকের দোরগোড়ায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy