মুখের জেল্লা ফেরানোর জন্য অনেক কিছুই করতে শুরু করেছেন। ডায়েট করে ঝরঝরেও হয়েছেন খানিকটা। কিন্তু সারা বছর রোদে পুড়ে যাওয়া হাত দুটির যত্ন নেয়া হয়না। হাতের উজ্জ্বলতা ফিরে পেতে বেশি পরিশ্রম করতে হবে না।
প্রতিদিন সকালে যে কফি খেয়ে চনমনে বোধ করেন, সেই কফিই হতে পারে আপনার রক্ষাকর্তা। কফিতে থাকা অ্যান্টি অক্সিড্যান্ট আর কফির তারুণ্য ধরে রাখার ক্ষমতা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। ত্বকের রং হালকা করে। এমনকি, রক্ত সঞ্চালনও বৃদ্ধি করে। তাই হাতের উজ্জ্বলতা ফেরাতে ব্যবহার করুন কফির তৈরি মাস্ক।
১. মধু দিয়ে কফি
মধু ত্বককে আর্দ্র রাখে। যার ফলে ত্বক উজ্জ্বলও দেখায়। এ ছাড়া দাগ-ছোপ হালকা করতেও সাহায্য করে কফি আর মধুর মাস্ক। এক টেবিল চামচ কফির সঙ্গে এক টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে হাতে, মুখে ভালো করে লাগান। হালকা হাতে মাসাজ করুন। ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
২.কফি আর দুধ
রোদে পুড়ে মুখে হাতে অনেক সময় কালচে ছোপ পড়ে। কফি আর দুধের রূপটান সেই ছোপ দূর করতে সাহায্য করে। ত্বকে উজ্জ্বলতাও আনে। এক টেবিল চামচ কফির সঙ্গে এক থেকে দুই টেবিল চামচ দুধ দিয়ে পেস্ট তৈরি করুন। হাতে বা মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। তারপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
৩.কফি আর লেবু
এটি ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে। মরা কোষ দূর করে। প্রাকৃতিক উপায়ে ‘ব্লিচ’ও করে কফি আর লেবুর মাস্ক। এক টেবিল চামচ কফির সঙ্গে এক টেবিলচামচ লেবুর রস মিশিয়ে, হাতে অথবা মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। ঠান্ডা জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিন।