ব্রেকআপের সময় সঙ্গীর কাছ থেকে এই বাক্যগুলি কি শুনেছেন আপনিও?

সম্পর্কে যত ধরণের সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন, সেই সব সমস্যার একমাত্র সমস্যা যদি ‘ব্রেক আপ’ বলে মনে করেন, তাহলে আপনি আংশিক সঠিক। কারণ সম্পর্কে সব সমস্যা কেবলমাত্র ব্রেক আপ করলেই মিটে যাবে এমন ভাবনাটা ভুল। কিন্তু সত্যি বলতে বাস্তবে ব্রেক আপ যে সবসময় সুখকর হয়, তা নয়। তবে ব্রেক আপের সময় এইসব ডায়লগ অনেকেই বলে থাকেন, যা সত্যি বলতে যেকোনও কিছুর থেকেই খুব খারাপ। যেমন ধরুন-

‘তুমি খুবই ভাল। মানে আমার তুলনায় একটু বেশিই ভাল।’ (এ মতামত দুপক্ষের তরফেই আসতে পারে)
‘আমার বন্ধুরা তোমাকে পছন্দ করে না। আমি বন্ধুদের সঙ্গে তো ব্রেক আপ করতে পারব না। তাই…’ (ছেলেরা এই ধরণের অজুহাত দিয়ে থাকে)
‘তোমার সঙ্গে থাকার চেয়ে একা হস্তমৈথুন করা ভাল!…’ (টিপিক্যাল বয়)
‘আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমি কাকে ডেট করছি! তুমি না তোমার মা… আমি দুজনের সঙ্গেই ব্রেকআপ করতে চাই’ (মেয়েরা সাধারণত এই ধরণের কথা বলে থাকে)
‘আমি তোমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করি!’ (কন্যা-বচন)
‘তুমি সবদিক থেকেই একেবারে পারফেক্ট, শুধু আমার জন্যই নয়’ (দু’তরফেরই যুক্তি)

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy