বিয়ে একটি সামাজিক অনুষ্ঠান।আর বিয়ে মানেই লাল বেনারসি পড়া টুকটুকে রাঙা বৌ।তবে বেশীরভাগ মেয়েরাই বিয়েতে লালশাড়ী পরে থাকে।তবে জানেন কি,এর পিছনে আসল কি কারণ রয়েছে।কথায় আছে লাল শাড়ী বিপ্লবের প্রতীক লাল। ভালোবাসা ও যৌবনের প্রতীকও লাল। ক্রোধের প্রতীক লাল। আবার শক্তির প্রতীকও লাল। অন্যান্য রঙের চেয়ে লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি।
এজন্য এই রঙ চোখে বেশি লাগে।আর লাল শাড়ী পরে নতুন কনেকে যেন মনে হয় মোহময়ী লাগে।তেমনই বরের চোখেও আসে ভালোবাসার নেশা। অর্থাৎ লাল রঙ যেন মানুষের কামনা-বাসনা, ভালোবাসার প্রতীক।এবং বিয়েতে সব মেয়েরাই চায় সবার নজর যেন তার ওপরেই থাকে।আর লাল রঙের শাড়িতে কনে হয়ে উঠে বেশ আকর্ষণীয়।তবে লাল বেনারসি শাড়ির কদর থাকে সবসময়। এখনো পছন্দের শীর্ষ স্থান দখল করে আছে বেনারসি। তাছাড়া ইদানিং বিয়েতে লাল বেনারসি ছাড়াও দেখা যায় অন্য কাপড়ের শাড়িও। বিয়ের শাড়ির রঙেও এসেছে বৈচিত্র্য। তবে বিয়েতে লাল রঙটি এখনো সব রঙের ওপরেই আছে।bs