Animals feed more: পরকীয়ায় জড়িত নারীরা কোন প্রাণী বেশি পোষেন? জেনেনিন

পরকীয়া বিশ্বব্যাপী মারাত্মক আকার ধারণ করেছে। ফলে বিচ্ছেদের হারও বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের সম্পর্ক পারিবারিক জীবনে অশান্তি ডেকে আনে। যা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।

পরকীয়া নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি একটি ডেটিং ওয়েবসাইট ‘ইলিসিটএনকাউন্টারস’র সমীক্ষা বলছে, পরকীয়ায় জড়িত নারীদের বেশিরভাগই বিড়ালপ্রেমী। অর্থাৎ এমন নারীরা বিড়াল পোষেন বেশি।

আমেরিকার একটি জনপ্রিয় ডেটিং ওয়েবসাইট সম্প্রতি পরকীয়ায় জড়িত ১৪০০ নারীর মধ্যে এ সমীক্ষা চালায়। এতে অংশ নেওয়া নারীদের বয়স, পেশা বা অন্য কোনো আর্থ-সামাজিক তথ্য গোপনই রাখা হয়েছে।

সমীক্ষায় জানতে চাওয়া হয়, যেসব নারীরা পরকীয়া করছেন তারা কোন প্রাণী পোষেন? সমীক্ষার ফল বলছে, পরকীয়ায় জড়িত নারীদের মধ্যে সবচেয়ে বেশি পোষাপ্রাণী হলো বিড়াল।

এ সমীক্ষায় অংশ নেওয়া ২২ শতাংশ নারী যারা পরকীয়ায় লিপ্ত; তারা বিড়াল পোষার কথা জানান। তবে শুধু বিড়াল নয়, অন্য প্রাণী পোষার আগ্রহও দেখা গেছে অংশগ্রহণকারী নারীদের মধ্যে।

এর মধ্যে বিড়াল ২২ শতাংশ, মাছ ১৯ শতাংশ, হ্যামস্টার ১৭ শতাংশ, গিনিপিগ ১৬ শতাংশ, টিকটিকি ১৫ শতাংশ, কচ্ছপ ১৪ শতাংশ, পাখি ১৩ শতাংশ, কুকুর ১২ শতাংশ, সাপ ৫ শতাংশ ও খরগোশ ২ শতাংশ।

তবে এ ধরনের সমীক্ষার কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো জানা যায়নি। তাই একে বৈজ্ঞানিক গবেষণা না ভাবাই উচিত।bs

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy