কেউ খরচ করতে ভালোবাসেন, কারও আবার খরচের নাম শুনলেই কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। সম্প্রতি খরচ করা নিয়ে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ম্যাককম্বস স্কুল অব বিজিনেসের এক দল গবেষক একটি সমীক্ষা চালিয়েছেন। সমীক্ষায় উঠে এসেছে, সাধারণ কোনো জিনিসের ওপর খরচ করার তুলনায় যে খরচ করলে বিশেষ কোনো অভিজ্ঞতার সাক্ষী হওয়া যায়, সেই খরচ মানুষকে বেশি আনন্দ দেয়।
সম্প্রতি গবেষণাটি জার্নাল অব এক্সপেরিমেন্টাল সোশ্যাল সাইকোলজিতে প্রকাশিত হয়েছে।
এই গবেষণায় বিভিন্ন রকম সমীক্ষার পর গবেষকরা জানিয়েছেন, মানুষ কোনো নির্দিষ্ট সম্পদ বা জিনিসের ওপর খরচ করার তুলনায়, অভিজ্ঞতার অর্জন করার জন্য খরচ করাতেই বেশি সুখ লাভ করে। মোট দুই হাজার ৬৩৫ জন মানুষ এই সমীক্ষায় অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের আবেগ এবং কোনো জিনিস কেনার পর তাদের আচরণ নিরীক্ষণের জন্য দিনের বেলায় তাদের বিভিন্ন রকম মেসেজ পাঠানো হয়েছিল। সেই বার্তাগুলো বিশ্লেষণের পর দেখা গেছে গয়না, জামাকাপড়, আসবাবপত্র কেনাকাটা করে তারা যতটা খুশি হয়েছেন, তার থেকে অনেক বেশি খুশি হয়েছেন কোনো রেস্তরাঁয় খেতে গিয়ে কিংবা কোনো খেলা দেখতে গিয়ে।
গয়না, জামাকাপড় কিংবা ব্যাগের দাম যত বেশিই হোক না কেন, সেগুলোর মূল্য অভিজ্ঞতার দামের তুলনায় বেশি নয় মানুষের কাছে।
গবেষকরা বলেন, একটি শার্ট কেনার সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার তুলনা করাটা অবশ্যই যুক্তিযত নয়, তবে, আমরা একই মূল্য নির্ধারণ করেও তুলনা করে দেখেছি, ফলাফল কিন্তু বদলায়নি।