সঙ্গমের সময় ভিডিও রেকর্ড করছে সঙ্গী? বিপদে পড়ার আগে এই ট্রিক শিখেনিন

মাঝে মধ্য়েই জানা যায় প্রেমিক-প্রেমিকার যৌন সম্পর্কের ভিডিও সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে গেছে। তারপর সমাজে মুখ দেখাতে পারেন না তরুণ-তরুণী। এ নিয়ে অনেক ছবিও তৈরি হয়েছে বলিউড-হলিউডে। বিশেষজ্ঞরা বলছেন, ইদানিং অদ্ভুত একটা ট্রেন্ড চালু হয়েছে। নিজের ব্যক্তিগত সময় অনেকেই মোবাইলে ধরে রাখতে চাইছেন। তবে এই ট্রেন্ড অনেক সময়ই অপরাধের সৃষ্টি করছে।

বিশেষ করে কোনো কারণে যদি বিচ্ছেদের ঘটনা ঘটে, তাহলে অনেকে এসব ভিডিওর মাধ্যমে হুমকি দিচ্ছেন। এমন অনেক খবরই আজকাল চোখে পড়ে। সেক্ষেত্রে আপনার সঙ্গীও যদি যৌন সম্পর্কের ভিডিও করেন, তাহলে কীভাবে পরিস্থিতি সামাল দেবেন? আসুন জেনে নিই।

১. যৌন সম্পর্কের সময় যদি দেখেন আপনার সঙ্গী মোবাইল ফোন দিয়ে রেকর্ড করছেন তাহলে প্রথমেই না করুন। সোজা আপত্তি জানান। দরকার পড়লে রতিক্রিয়া বন্ধ করে প্রতিবাদ করুন।

২. আগে থেকেই যদি সঙ্গীর এ ধরনের ইচ্ছার কথা জানতে পারেন, তাহলে আপনার যে বিষয়টি পছন্দ নয়, তা জানিয়ে দিন।

৩. প্রথম দিনই সঙ্গীকে বলুন এ ধরনের ভিডিও রেকর্ড করতে আপনি স্বচ্ছন্দ্য নয়।

৪. যদি দেখেন আপনার সঙ্গী ব্যক্তিগত ভিডিও নিয়ে কথায় কথায় হুমকি দেওয়ার চেষ্টা করছেন, তাহলে প্রথমেই পুলিশের সাহায্য নিন। কেননা ভবিষ্যতে তা বড় আকার নিতে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy