শীতে বারান্দায় শাক-সবজি চাষ করতে হলে কী কী প্রকারের শাক-সবজি নির্বাচন করবেন

শীত আসতে আর বেশি দেরি নেই। রাতের দিকে মাঝেমাঝেই হিমেল হাওয়ার স্পর্শ পাওয়া যাচ্ছে। শীতকাল মানেই বাজারে রকমারি সবজি। অনেকেই সেই অপেক্ষাতেই দিন গুনছেন। পালংশাক থেকে ফুলকপি, সিম থেকে পেঁয়াজকলি— শীতে বাজারের ব্যাগ যেন উপচে পড়ে। তবে সব না হলেও, কিছু সবজি চাইলে বারান্দাতেই ফলিয়ে নিতে পারেন। বাড়িতে ফলানো শীতকালীন সবজির স্বাদই আলাদা। তবে বাগান তৈরির কোনও পূর্ব অভিজ্ঞতা না থাকলে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। কিছু বিষয়ে নজর না দিলে বারান্দায় সবজি ফলানো সহজ হবে না।

১) বারান্দায় যে গাছই লাগান না কেন, পর্যাপ্ত আলো-বাতাস আসা আবশ্যক। আবার পানি যেন জমে না যায়, নজর রাখা দরকার সে দিকেও।

২) টবের মাটি তৈরির সময়ে খেয়াল রাখুন, যেন তাতে জৈব উপাদানের ঘাটতি না হয়। রাসায়নিক সার বাড়িতে না আনতে চাইলে জৈব সার ব্যবহার করতে পারেন। গাছ লাগানোর আগে টবের মাটি কিছুটা খুঁচিয়ে দিতে হবে।

৩) বারান্দায় তৈরি করা বাগানের ক্ষেত্রে টবের আয়তন খুবই গুরুত্বপূর্ণ। সব গাছের জন্য একই মাপের টব ব্যবহার করা চলবে না। ধনে পাতা, পুদিনা পাতা, টমেটো, বেগুন, মরিচ কিংবা ক্যাপসিকাম লাগাতে চাইলে বাছতে হবে ৪-৫ ইঞ্চির টব।

৪) বারান্দার বাগানে কীটনাশকের ব্যবহারে সতর্ক হতে হবে। বিশেষত বাড়িতে শিশু থাকলে কীটনাশকের ব্যবহার খুবই বিপজ্জনক হতে পারে। ঘরোয়া অনেক জিনিস দিয়েও গাছের যত্ন নেওয়া যায়। সেগুলির ব্যবহার করুন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy