প্রকৃতির নিয়মে বার্ধক্য ঠেকানো না গেলেও, ধরে রাখুন ত্বকের জেল্লা!

প্রকৃতির স্বাভাবিক নিয়মেই বার্ধক্য একদিন আমাদের জীবনে আসবেই। তবে সময়ের আগে যদি এই অনাকাঙ্ক্ষিত পরিবর্তন দেখা দেয়, তা কারোরই কাম্য নয়। একটা সময় ছিল যখন কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার সমস্যা তেমন একটা চোখে পড়ত না। কিন্তু আজকালকার পরিবর্তিত জলবায়ু, মাত্রাতিরিক্ত দূষণ এবং জীবনযাত্রার নানা পরিবর্তনের কারণে অল্প বয়স থেকেই ত্বকের উপর এর প্রভাব পড়ছে।

অনেকেরই ৪০ বছর পেরোতে না পেরোতেই চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট হয়ে উঠছে, ত্বক হারাচ্ছে তার স্বাভাবিক ঔজ্জ্বল্য। এই পরিস্থিতিতে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে অনেকেই ছুটছেন বাজার চলতি দামী প্রসাধনীর দিকে। তবে সবসময় যে তাতে উপকার পাওয়া যায়, এমনটা নয়। বরং ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনতে আপনি ভরসা করতে পারেন প্রকৃতির দান জবা ফুল দিয়ে তৈরি একটি ঘরোয়া নাইটক্রিমের উপর। হ্যাঁ, হাতের কাছের কয়েকটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই নাইটক্রিম আপনার ত্বকের স্বাস্থ্য ফেরাতে সত্যিই ম্যাজিকের মতো কাজ করতে পারে।

এই ঘরোয়া নাইটক্রিমটি তৈরি করাও বেশ সহজ। এর জন্য প্রথমে কয়েকটি তাজা জবা ফুলের পাপড়ি নিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখুন। এরপর সেই ভেজানো জল ছেঁকে নিন। এবার একটি পরিষ্কার পাত্রে ওই জল, সামান্য নারকেল তেল, কিছুটা অ্যালোভেরা জেল এবং দুটি ভিটামিন ই ক্যাপসুলের ভেতরের তেল খুব ভালোভাবে মিশিয়ে নিন। ঘন ক্রিমের মতো তৈরি হলে মিশ্রণটি একটি মুখবন্ধ পাত্রে ভরে রাখুন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করে এই ঘরোয়া ক্রিমটি লাগান। আপনি নিজেই মাত্র সাত দিনের মধ্যে এর পার্থক্য অনুভব করতে পারবেন।

জবা ফুল আমাদের মুখের ত্বককে টানটান রাখতে সাহায্য করে এবং ত্বকের premature aging অর্থাৎ অকালবার্ধক্য কমিয়ে দেয়। জবা ফুলের নির্যাসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা ত্বকের কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এছাড়াও, এটি ত্বকের ভেতর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিতেও সাহায্য করে। ত্বকের পরিচর্যায় অ্যালোভেরা জেলও বিশেষভাবে উপকারী। এর সাথে নারকেল তেল এবং ভিটামিন ই ক্যাপসুল মেশানোর ফলে এই ক্রিমটির গুণাগুণ আরও অনেক বেড়ে যায়।

তাই, বাজার চলতি রাসায়নিক যুক্ত প্রসাধনীর উপর নির্ভর না করে, একবার প্রকৃতির এই সহজ অথচ কার্যকরী উপায়টি ব্যবহার করে দেখুন। আপনার ত্বক ফিরে পাক তার হারানো স্বাস্থ্য ও জেল্লা, আর আপনি অনুভব করুন তারুণ্যের দীপ্তি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy