চশমার দাগ নিয়ে চিন্তিত? এই উপায়গুলো মানলেই মিলবে সমাধান!

চোখের সমস্যায় কমবেশি সবাই চশমা ব্যবহার করে থাকেন! তবে দীর্ঘদিন একটানা চশমার ব্যবহারের ফলে নাকে চশমার দাগ বসে যাওয়াটা স্বাভাবিক। যদিও আমরা অনেকেই এই বিষয়ৈ মাথা ঘামায় না! তবে এই দাগ কিন্তু আপনার চেহারা সৌন্দর্য হানি করছে বৈ-কি!
নাকের উপরের অংশে কালচে, বাদামি রঙের দাগ যখনই লক্ষ্য করবেন তখনই তা দূর করুন। তবে দ্রুত দাগ চলে যাবে। এমন সমস্যায় যেসব উপাদান উপকারী সেগুলো হলো-

১. অ্যালোভেরার রস নাকের দাগযুক্ত স্থানে ম্যাসাজ করে আধা ঘণ্টার জন্য রেখে দিন। অতঃপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন। নিয়মিত করলে দাগ দ্রুত দূর হবে।

২. একটি আলু ব্লেন্ড করে রস বের করে নিয়ে নাকের উপরের অংশে ম্যাসাজ করে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

৩. এক চা চামচ কমলালেবুর খোসার গুঁড়া ও এক টেবিল চামচ দুধ একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। নাকের দাগযুক্ত স্থানে ম্যাসাজ করে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন। প্রতি এক দিন অন্তর এটি ব্যবহার করুন। পার্থক্য নিজেই টের পাবেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy