আজকাল অনেকেরই অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। অনেকের মতে,এর জন্য জীবপনযাপন পদ্ধতি অনেকাংশে দায়ী। আবার মানসিক চাপের কারণেও অনেকের চুল পাকার সমস্যা বা়ড়ে। অতিরিক্ত কাজের জন্যই মানসিক চাপ তৈরি হোক, কিংবা অন্য কোনও কারণে, তা প্রভাব অনেক সময়েই গিয়ে পড়ে চুল এবং ত্বকের উপর। তবে কিছুটা যত্নে এই সমস্যা খানিকটা এড়িয়ে চলা সম্ভব।
তিন ধরনের তেল চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কার্যকরী। যেমন-
নারকেল তেল : নারতেল তেল চুলের জন্য উপকারী এটা সবারই জানা। পাকা চুলের সমস্যা দূর করার ক্ষেত্রেও এই তেল দারুণ উপকারী। এজন্য শুকনো কারি পাতা গুঁড়া করে সামান্য নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। চুলের গোড়ায় তা লাগাতে হবে বেশ ভালো করে। কিছু ক্ষণ রেখে মাথা ধুয়ে নিয়ে হবে।
অলিভ অয়েল : চুল পাকা কমাতে অলিভ অয়েলও বেশ কার্যকর। ঝিঙে ছোট ছোট করে কেটে অলিভ অয়েলে ভিজিয়ে রাখতে হবে। তিন দিন পর মিশ্রণটি ভালো করে ফুটিয়ে নিন। এতে মিশ্রণটি কালচে ভাব নেবে। এবার একটি বাটিতে করে মিশ্রণটি রেখে দিন। সপ্তাহে দু’বার চুলে লাগালে উপকার পাবেন।
সরিষার তেল : সরিষার তেলে থাকা নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট, চুলের যত্ন নিতে সক্ষম। মাঝেমধ্যে এই তেল ব্যবহারও চুল পাকা রোধ করে।bs