পাসওয়ার্ডের ঝক্কি শেষ! গুগল আনছে নতুন যুগান্তকারী ফিচার ‘পাসকি’

ই-মেল থেকে শুরু করে হাজারো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, অনলাইন ব্যাংকিং থেকে শুরু করে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম—বর্তমানে সবকিছুতেই প্রয়োজন হয় একটি শক্তিশালী পাসওয়ার্ডের। এই ডিজিটাল চাবিটি ছাড়া কোনো প্ল্যাটফর্মেই প্রবেশ করা কার্যত অসম্ভব। তবে একাধিক প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড মনে রাখা যেমন ঝক্কির ব্যাপার, তেমনই কোথাও লিখে রাখলে তা ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকিও কম নয়। এবার এই জটিলতা থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছে স্বয়ং গুগল।

গুগল ক্রোম এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা শীঘ্রই পাসওয়ার্ডের ঝামেলা ছাড়াই বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। গুগল নিয়ে এসেছে এক নতুন অত্যাধুনিক ফিচার, যার নাম ‘পাসকি’। এই পাসকি ব্যবহারের ফলে ব্যবহারকারীদের আর পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না। শুধু তাই নয়, এতে টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের মতো সুরক্ষা থাকায় অ্যাকাউন্টগুলির নিরাপত্তা নিয়েও আর তেমন চিন্তা থাকবে না।

আসলে কী এই পাসকি?

পাসকি হল পাসওয়ার্ডের বিকল্প হিসেবে সাইন-ইন করার একটি অত্যাধুনিক পদ্ধতি। ওয়ার্ল্ড ওয়েব কনসোর্টিয়াম (W3C) এবং FIDO অ্যালায়েন্স যৌথভাবে এই প্রযুক্তি তৈরি করেছে। এই পাসকির মাধ্যমে ব্যবহারকারীরা কেবল একটি পিন নম্বর অথবা তাদের ডিভাইসের বায়োমেট্রিক (যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি) ব্যবহার করেই যেকোনো ওয়েবসাইট এবং অ্যাপে নিরাপদে লগইন করতে পারবেন।

এই পদ্ধতিতে অনলাইন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি ব্যবহারকারীর কোনো সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড সংরক্ষণ করে না। তারা শুধুমাত্র একটি পাবলিক কি সেভ করে রাখে। অন্যদিকে, লগইন করার জন্য প্রয়োজনীয় আসল ক্রিপ্টোগ্রাফিক কি (প্রাইভেট কি) ব্যবহারকারীর নিজস্ব ডিভাইসেই নিরাপদে সংরক্ষিত থাকে। যখন কোনো ব্যবহারকারী লগইন করতে চান, তখন কেবল তাদের ডিভাইসের লক খুললেই বাকি কাজটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়ে যায়। ফলে হ্যাকারদের পক্ষে পাসওয়ার্ড চুরি করা বা অ্যাকাউন্ট হ্যাক করা অনেক কঠিন হয়ে পড়বে।

কীভাবে সেট করবেন এই পাসকি?

বর্তমানে এই যুগান্তকারী ফিচারটি প্রাথমিকভাবে ডেভেলপারদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে গুগল জানিয়েছে, চলতি বছরের শেষের দিকেই বিশ্বব্যাপী সকল ব্যবহারকারীর জন্য এই সুবিধাটি চালু করা হতে পারে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে পাসওয়ার্ড ছাড়াই যেকোনো ওয়েবসাইট ও অ্যাপে অনায়াসে লগইন করার সুবিধা পাবেন। এর জন্য ব্যবহারকারীদের একটি সক্রিয় গুগল অ্যাকাউন্ট থাকা আবশ্যক।

বলা বাহুল্য, প্রযুক্তির এই নতুন উদ্ভাবন আমাদের অনলাইন জীবনকে আরও সহজ এবং সুরক্ষিত করে তুলবে। পাসওয়ার্ড মনে রাখার জটিলতা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়েও অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে। গুগল ‘পাসকি’ চালুর মাধ্যমে ডিজিটাল ভবিষ্যতের এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে, এমনটাই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy