ঘরে বসে স্ট্রেইটনার ছাড়াই করতে পারবেন এখন চুল স্ট্রেট, দেখেনিন পদ্ধতি

স্ট্রেট চুল কার না পছন্দ। তাই পার্লারে গিয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা হেয়ার স্ট্রেটনার ব্যবহার করে চুল স্ট্রেট করেন অনেকে। কিন্তু এতে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা থাকে। চুল ওঠার হার বাড়ে এতে। অনেকের ক্ষেত্রে চুল হয়ে যায় রুক্ষ আর নিষ্প্রাণ।

চাইলে ঘরোয়া উপায়েও চুল স্ট্রেট করা সম্ভব। হাতের কাছে থাকা কিছু সহজলভ্য প্রাকৃতিক উপাদান দিয়ে সহজেই কাজটি করতে পারেন। কীভাবে? চলুন জেনে নিই-
এ কাজের জন্য লাগবে কলা। একটি বাটিতে দুটো কলা থেঁতো করে নিন। এর সঙ্গে দুই টেবিল চামচ মধু, দুই টেবিল চামচ অলিভ অয়েল আর এক টেবিল চামচ টক দই মেশান। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণ চুলে মাখুন। আধ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর স্বাভাবিক তাপমাত্রার জল দিয়ে চুল ধুয়ে নিন। সাবান বা শ্যাম্পু দেবেন না।

এই মাস্ক লাগানোর পরেই শ্যাম্পু না করে পরের দিন করতে পারলে সবচেয়ে ভালো ফল পাবেন। সপ্তাহে তিন দিন এইভাবে মাস্ক ব্যবহার করলে কয়েক মাসের মধ্যেই চুল অনেকটাই ‘স্ট্রেট’ হয়ে যাবে।

তবে এই পদ্ধতিতে চুল স্ট্রেট করলে তা দীর্ঘস্থায়ী হয় না। ক্ষণস্থায়ী হলেও কলার এই প্যাক চুলের জন্য উপকারি। এটি চুলের কোনো ক্ষতি করে না। বরং চুলের পুষ্টি জোগায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy