একই প্লাস্টিকের বোতলে বারবার জল পান করছেন? ডেকে আনছেন মারাত্মক বিপদ!

জলের অপর নাম জীবন – এই সত্যটি আমরা সকলেই জানি। আর এই জীবনদায়ী জল পান করার জন্য আমরা প্রায়শই প্লাস্টিকের বোতলের উপর নির্ভরশীল। তবে জানেন কি, প্রতিদিন একই প্লাস্টিকের বোতলে জল পান করার অভ্যাস ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একবার ব্যবহারের জন্য তৈরি প্লাস্টিকের বোতলে দিনের পর দিন জল পান করলে শরীরে ক্যানসারের মতো মারাত্মক রোগ বাসা বাঁধতে পারে। প্লাস্টিকের বোতল তৈরির সময় ‘বিসফেনল এ’ বা ‘বিপিএ’-এর মতো একাধিক ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয়, যা মানব দেহের জন্য অত্যন্ত বিষাক্ত। যখন একই বোতলে বারবার জল পান করা হয়, তখন ধীরে ধীরে এই বিষাক্ত উপাদানগুলো বোতল থেকে জলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে শুরু করে।

এই ক্ষতিকর উপাদানগুলো রক্তে মিশে গেলে কিডনির মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, প্লাস্টিকের বোতলে যদি গরম জল ভরা হয়, তবে এই ঝুঁকি আরও কয়েকগুণ বেড়ে যায়।

গবেষণায় দেখা গেছে, ‘টাইপ ৭’ নামক এক বিশেষ ধরণের প্লাস্টিক ব্যবহারের ফলে প্রজনন সংক্রান্ত জটিলতাও সৃষ্টি হতে পারে। এছাড়াও, বিপিএ আমাদের শরীরের হরমোন এবং ক্রোমোজোমের স্বাভাবিক কার্যকারিতায়ও ব্যাঘাত ঘটাতে পারে।

সম্প্রতি পরিমাপ করে দেখা গেছে, যেসব ব্যক্তিদের মূত্রে বিপিএ রাসায়নিকের ঘনত্ব বেশি, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, এই ধরনের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ডায়াবিটিসের ঝুঁকি প্রায় ২.৪ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়।

প্লাস্টিকের বোতল ব্যবহারের আরেকটি ভয়াবহ দিক হল এর মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’। প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণাকেই বিজ্ঞানীরা ‘মাইক্রোপ্লাস্টিক’ নামে অভিহিত করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর সাম্প্রতিক একটি গবেষণা অনুযায়ী, বাজারে উপলব্ধ প্রায় ৯৩ শতাংশ প্লাস্টিকের বোতলেই এই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সুতরাং, নিজের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে একবার ব্যবহারের জন্য তৈরি প্লাস্টিকের বোতলে বারবার জল পান করার অভ্যাস ত্যাগ করুন। জলের জন্য কাঁচের বোতল বা ভালো মানের পুনরায় ব্যবহারযোগ্য বোতল ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। আপনার সামান্য সচেতনতাই আপনাকে রক্ষা করতে পারে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy